Media School

Dhaka    Saturday, 20 April 2024

By সজীব সরকার

ফিচার কেন গুরুত্বপূর্ণ?

Media School July 20, 2020

প্রতীকী ছবি

সংবাদজগতে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। পাশাপাশি যোগ হয়েছে ম্যাগাজিন-রেডিও-টেলিভিশন-অনলাইন বা ইন্টারনেটের মতো মিডিয়ার চাপ। এ ছাড়া মানুষ সবসময় শুধু গুরুগম্ভীর সংবাদ জেনেই সন্তুষ্ট থাকতে চায় না; সংবাদের গুরুত্বপূর্ণ তথ্যটির পাশাপাশি খানিকটা বিশ্লেষণ কিংবা একেবারেই ভিন্ন কোনো বিষয় নিয়ে পড়ার আগ্রহ থাকে পাঠকের। এসব কারণে ফিচারের উদ্ভব হয়েছে এবং এর কদর বেড়েছে। একঘেঁয়েমি দূর করা বা সংবাদের ঘটনার গভীরতর বিশ্লেষণ উপস্থাপনে ফিচার ছাড়া গত্যন্তর নেই।

একসময় মূলত ম্যাগাজিনগুলোতেই ফিচার বেশি ছাপা হতো। তবে এখন ম্যাগাজিনের পাশাপাশি অনলাইন মিডিয়াগুলোতে ফিচারের সঙ্গে পাল্লা দিতে সংবাদপত্রেও ফিচারের কদর বাড়ছে। ইলেকট্রনিক মিডিয়াতেও ফিচারধর্মী অনুষ্ঠানের কদর বাড়ছে।

হার্ড নিউজের তুলনায় ফিচার অনেক নরম ভাষায় ও বর্ণনার আশ্রয় নিয়ে লেখা হয়। এর বিষয়েও থাকে বৈচিত্র্য। ফলে হার্ড নিউজ পাঠকের মনে যে চাপ তৈরি করে, ফিচার সেই চাপ লাঘবে সহায়ক হয়। ফিচার অনেক ক্ষেত্রে পাঠকের জন্যে বিনোদনেরও উৎস। ফিচার কখনো কখনো শিক্ষামূলকও বটে। এসব কারণে ফিচার গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ আধেয়।