Media School

Dhaka    Saturday, 20 April 2024

By মাজেদুল হক তানভীর

ফেসবুক পেজ তৈরির প্রক্রিয়া

Media School July 15, 2020

ফেসবুকের মাধ্যমে কোনো ব্যক্তি, ব্যবসা বা প্রতিষ্ঠানের পরিচিতি ও প্রসার ঘটানোর জন্য ফেসবুক পেজের বিকল্প নেই। এর মাধ্যমে একদিকে যেমন ভালো ব্র্যান্ডিং হয়, অপরদিকে টার্গেট অডিয়েন্স বা ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যায়।

অনেক নতুন উদ্যোক্তাই কাজের পরিধি বাড়ানোর জন্য ফেসবুককে বেছে নিচ্ছেন। তাদের অনেকেই ফেসবুক পেজ তৈরির নিয়ম জানেন না, ফলে অন্যের ওপর নির্ভরশীল হতে হয় অনেক সময়। অথচ মাত্র সাতটি ধাপ অনুসরণ করলে তৈরি হয়ে যাবে ফেসবুক পেজ।

ফেসবুকে পেজ তৈরি করার জন্য সবার আগে একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
ফেসবুকে অ্যাকাউন্ট হয়ে গেলে বা ইতিমধ্যে অ্যাকাউন্ট যাদের আছে তারা নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করে পেজ তৈরি করতে পারেন :

১. Create অপশনে ক্লিক করুন
 

সর্বপ্রথম নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন। এর পরওেপরে ডানদিকের কর্নারে ‘Create’ নামের একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন।

২. Page option সিলেক্ট করুন

Create অপশনে ক্লিক করার পর নতুন বেশকিছু অপশন আসবে। যেহেতু ফেসবুক পেজ তৈরি করা হচ্ছে, তাই ‘PAGE’ অপশনে ক্লিক করুন।

৩. Business or brand অপশনে ক্লিক করুন

আপনি যদি নিজের লোকাল বা অনলাইন বিজনেজ, ব্লগ বা ইউটিউবের চ্যানেলের জন্য একটি পেজ তৈরি করতে চান, তাহলে ‘Business or brand’ অপশনের নিচে ‘Get started’ অপশনে ক্লিক করুন।

৪. পেজের নাম দিন

যেই নামে পেজ করতে চান সেই নাম দিন। এখানে একটি জরুরি বিষয় মনে রাখতে মনে, পেজের নাম এমনভাবে দিতে হবে যেন একবার পড়েই যে কেউ পেজ সম্পর্কে ধারণা নিতে পারে।
এখন, নিচে ‘Category’ বক্সে পেজের একটি বিভাগ বাছাই করতে হবে। যেমন : পেজ যদি শিক্ষা সংশ্লিষ্ট হয় তাহলে, ‘Education’ বিভাগ হবে। অর্থাৎ যে ধরনের পেজ তৈরি করা হবে, সেই সংশ্লিষ্ট ক্যাটাগরি বাছাই করতে হবে। এরপর নিচে ‘Continue’-তে ক্লিক করতে হবে।

৫. প্রোফাইল ছবি আপলোড করুন

এই অপশনে ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল ছবি দিতে হবে। এই ছবি পরেও আপলোড করার সুযোগ আছে। তবে পেজ করার সময়ই দিয়ে দিলে কাজ অনেক সহজ হয়ে যাবে।
প্রোফাইল ছবি দেওয়ার জন্য নিচে ‘Upload a profile picture’ অপশনে ক্লিক করতে হবে। এতে কম্পিউটারের ফোল্ডার খুলে যাবে এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে একটি ছবি বাছাই করে আপলোড করা যাবে।

৬. কভার ছবি আপলোড করুন

প্রোফাইল ছবি আপলোড করার পর ফেসবুক পেজের ‘কভার ছবি’ দেওয়ার জন্য বলবে। সেক্ষত্রে সরাসরি নিচে ‘Upload a cover photo’ অপশনে ক্লিক করে নিজের কম্পিউটার থেকে একটি কভার ছবি আপলোড করা যাবে। এই প্রক্রিয়াটি অনেকটা প্রোফাইল ছবি আপলোড করার মতোই।

৭. ফেসবুক ফ্যান পেজ তৈরি হয়ে গেছে 

এই ধাপে এসে ফেসবুকের ফ্যান পেজ বা ফেসবুক পেজ তৈরি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন বিভিন্ন ফেসবুক ব্যবহারকারীকে পেজে লাইক দিয়ে সংযুক্ত রাখার জন্য invite বা আমন্ত্রণ পাঠাতে পারেন। এ ছাড়া নিজের ব্লগ, ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটের লিংক দিয়েও পেজের সঙ্গে যুক্ত হতে বলতে পারেন।