Media School

Dhaka    Thursday, 28 March 2024

By সজীব সরকার

ভক্স পপ

Media School September 3, 2020

প্রতীকী ছবি

সাংবাদিকতায় ভক্স পপ বলতে সাধারণ মানুষের সাক্ষাৎকারকে বোঝায়।

একজন সাংবাদিক যখন কোনো খবরের বিষয়ে তথ্য যোগাড় করেন, তখন দরকার বা প্রাসঙ্গিক মনে হলে সাধারণ জনগণের মধ্য থেকে কাউকে বেছে নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে ওই ব্যক্তির মতামত বা পরামর্শ কিংবা অভিজ্ঞতা জানতে চান। এই ছোট সাক্ষাৎকারটিই হলো ভক্স পপ।

টেলিভিশন বা রেডিওতে প্রচারিত সংবাদের মধ্যে কিছু খবরের মধ্যে প্রতিবেদকদের সড়কে চলা মানুষজনের মধ্য থেকে দু-একজনকে ডেকে নিয়ে খবরের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করতে দেখা যায়; এটিই ভক্স পপ। উদাহরণ হিসেবে বলা যায়, ঝড়-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বক্তব্য নেন সাংবাদিকরা কিংবা কোনো উৎসবের দিনে বেড়াতে বের হওয়া ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়া হয়; এগুলো ভক্স পপ।

প্রাচীন ল্যাটিন প্রবাদ ‘ভক্স পপুলাই, ভক্স ডেই’ (Vox Populi, Vox Dei) থেকে ভক্স পপ কথাটির চল। ‘ভক্স পপুলাই, ভক্স ডেই’ প্রবাদের অর্থ হলো : জনগণের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর।