Media School

Dhaka    Thursday, 28 August 2025

By সজীব সরকার

আবেগ ও নৈতিকতার মধ্যে মৌলিক সম্পর্ক (Emotions and Ethics)

Media School August 20, 2025

প্রতীকী ছবি।

নীতিশাস্ত্রের আলোচনায় মানবীয় আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ, নৈতিকতা ও আবেগীয় তাড়নার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। যেমন :

নৈতিক আচরণের ওপর প্রভাব (Influence on moral behavior): ব্যক্তির আবেগ তার স্বাভাবিক নীতি-নৈতিকতার বোধ বা চর্চাকে প্রভাবিত করতে পারে। যেমন : কেউ যখন কোনো সিদ্ধান্ত নেয়, তা তার আবেগ দ্বারা প্রভাবিত হওয়ার সুযোগ থাকে। আবার, কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি কেমন আচরণ করে বা করবে, সেটিও তার আবেগ দ্বারা যথেষ্ট প্রভাবিত হয় বা হতে পারে।

নৈতিক প্রেরণার উৎস (Source of moral motivation): দার্শনিকদের অনেকে মনে করেন, আবেগ হলো আমাদের নৈতিক অনুপ্রেরণার উৎস। আমরা যেন আমাদের নৈতিক মূল্যবোধগুলোকে গুরুত্ব দিয়ে সেভাবেই আচরণ করি- এ তাড়না বা অনুপ্রেরণা তৈরি করতে আবেগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নৈতিক বিচার-বিশ্লেষণের ওপর প্রভাব (Influence on moral judgment): আমরা নিজের ও অন্যের আচরণকে কীভাবে বিচার-বিশ্লেষণ করছি; কীভাবে এর মধ্যে ভুল বা ঠিক নির্ধারণ করছি- এর ওপর আমাদের আবেগের প্রভাব ফেলার সুযোগ রয়েছে। অর্থাৎ, আমরা নিজেকে ও নিজের কোনো কাজ বা আচরণকে এবং অন্যকে ও তাদের কাজ বা আচরণকে ভুল বা ঠিক হিসেবে মূল্যায়নের মাধ্যমে যে সিদ্ধান্ত নিই, এই পুরো প্রক্রিয়াটিই আমাদের আবেগ দ্বারা প্রভাবিত হতে পারে।