By শরিফ রওশন
আমিই পারি
Media School October 23, 2020

শরিফ রওশন : শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
আমি নারী, আমিই পারি
সবকিছুকে পিছন ফেলে,
জয়ী হবার হাতছানি দিয়ে
সামনের দিকে এগিয়ে যেতে।
আমি নারী, আমিই পারি
দ্বিগুন মনোবল নিয়ে
অসমাপ্ত কাজ করতে।
আমি নারী, আমিই পারি
হাসিমুখে সবকিছু মেনে নিতে
আমি নারী, আমিই পারি
অন্ধকারে আলো জ্বালাতে
কুয়াশায় পথ চলতে।
আমি নারী, আমিই পারি
ভয়কে ভয় দেখিয়ে
বিশ্বকে জয় করতে।