By সজীব সরকার
কগনিশনের মৌলিক উপাদানগুলো কী?
Media School August 25, 2025
কগনিশন (cognition) বা অবধারণ একটি জটিল মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে রয়েছে :
- মনোযোগ (attention)
- স্মৃতি (memory)
- ভাষা (language)
- চিন্তা (thinking)
- মূল্যায়ন বা সিদ্ধান্ত (judgment)
উল্লেখ্য, এ উপাদানগুলো বিচ্ছিন্নভাবে নয়, বরং একসঙ্গে কাজ করার মাধ্যমে কগনিশন বা অবধারণের প্রক্রিয়াকে সম্পূর্ণ করে। এই উপাদানগুলোও মূলত প্রত্যেকে একেকটি প্রক্রিয়া এবং এরা পরস্পর সংযুক্ত। আর, এসব প্রক্রিয়ার সমন্বয়ের মাধ্যমেই চারপাশের জগৎ সম্পর্কে আমাদের মধ্যে জানাশোনা বা উপলব্ধি তৈরি হয়।