By সজীব সরকার
কোনটি লিখবো : `ভৌগলিক` না কি `ভৌগোলিক`?
Media School May 15, 2021

'ভূগোল' শব্দের সঙ্গে তৎসম 'ষ্ণিক' প্রত্যয় যুক্ত হয়ে বানানটি হবে : ভূগোল+ষ্ণিক = ভৌগোলিক।
নতুন শব্দ গঠনের সময় নিয়মানুসারে 'ষ্ণিক' প্রত্যয়ের 'ষ্ণ' লোপ পাবে (ইৎ) এবং আদিস্বর 'ভূ'-এর বৃদ্ধি ঘটে 'ভৌ' হবে। মূল শব্দ 'ভূগোল'-এর 'গো' অপরিবর্তিত থাকবে।
অর্থাৎ :
ভূ+গোল+ষ্ণিক = ভৌ+গোল+ইক = ভৌগোলিক
তাই বানানটি অবশ্যই 'ভৌগোলিক' হবে।