By সজীব সরকার
কোনটি লিখবো : সাদৃশ্য, না কি সাদৃশ্যতা?
Media School April 25, 2021

কোনোকিছুর সঙ্গে মিল রয়েছে, বা একটি বিষয় অন্য একটি বিষয়ের অনুরূপ- এমন বোঝাতে 'সাদৃশ্যতা' শব্দটির ব্যবহার প্রায়ই দেখা যায়। তবে 'সাদৃশ্যতা' শব্দটি ভুল। ঠিক শব্দটি হলো 'সাদৃশ্য'। অথবা লেখা যেতে পারে 'সদৃশতা'।
'সদৃশ' শব্দকে বিশেষ্য করতে 'ষ্ণ্য' প্রত্যয়যোগে 'সাদৃশ্য' অথবা 'তা' প্রত্যয়যোগে 'সদৃশতা' করা চলে। একটি শব্দকে বিশেষ্য হিসেবে পরিবর্তন করতে দুটি প্রত্যয় ব্যবহার বাহুল্য ও ভুল। 'সদৃশ' শব্দকে বিশেষ্য হিসেবে 'সাদৃশ্যতা' লেখার অর্থ হলো এখানে 'ষ্ণ্য' ও 'তা' - এই দুটি প্রত্যয়ই যোগ করা হচ্ছে যা ভুল।
অর্থাৎ :
কুকুরের সঙ্গে নেকড়ের সাদৃশ্য (বা সদৃশতা) রয়েছে- এমনটি লেখা ঠিক হবে। কিন্তু :
কুকুরের সঙ্গে নেকড়ের সাদৃশ্যতা রয়েছে- এমনটি লেখা ভুল হবে।
একইভাবে অমিল বোঝাতে : বিসদৃশ, বিসদৃশতা ও বৈশাদৃশ্য হবে; বৈশাদৃশ্যতা হবে না।