Media School

Dhaka    Friday, 15 August 2025

By সজীব সরকার

ক্যারেক্টার আর্ক : রকমফের-১

Media School July 31, 2025

মেগামাইন্ড চলচ্চিত্রে `হিরো`র অনুপস্থিতিতে ভিলেনই হয়ে ওঠে নতুন হিরো।

ক্যারেক্টার আর্ক (character arc) হলো গল্পে কোনো চরিত্রের রূপান্তরের প্রক্রিয়া। এর মধ্য দিয়ে চরিত্রের ব্যক্তিত্ব, বিশ্বাস বা মূল্যবোধ ও আচরণে দৃশ্যমান পরিবর্তন ঘটে।

ক্যারেক্টার আর্ক নানারকম হতে পারে। এখানে বহুল পরিচিত ৩টি ধরন নিয়ে বলা হলো :

১. পজিটিভ আর্ক (Positive Arc): গল্পের শুরুতে চরিত্রের মধ্যে নেতিবাচক নানারকম বৈশিষ্ট্য দেখা যায়; ধীরে ধীরে সেগুলো বদলানোর মাধ্যমে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসে।
২. নেগেটিভ আর্ক (Negative Arc): পজিটিভ আর্কের ঠিক বিপরীত; এখানে দেখা যায়, নেতিবাচক নানা ধরনের ধারণা, আচরণ ও ভুল সিদ্ধান্তের মধ্য দিয়ে চরিত্রটি ক্রমেই নেতিবাচক হতে শুরু করে।
৩. ফ্ল্যাট আর্ক (Flat Arc): এখানে চরিত্রের সহজাত বা মৌলিক বৈশিষ্ট্যের খুব বেশি পরিবর্তন ঘটে না; বরং, গল্পের শুরু থেকে শেষ অবধি চরিত্রটি প্রায় একইরকম থাকলেও তার কিছু কিছু ধারণা, দৃষ্টিভঙ্গি ও পারিপার্শ্বিক অবস্থায় বেশ পরিবর্তন ঘটে। অনেক সময়, নিজের মৌলিক অবস্থানটি ঠিক রেখে চরিত্র তার আগের বিশ্বাস বা নতুন অর্জিত বিশ্বাস প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা নেয়।