Media School

Dhaka    Wednesday, 30 April 2025

By মিডিয়াস্কুল ডেস্ক

বাংলানিউজে চাকরির সুযোগ

Media School July 14, 2021

ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সিনিয়র নিউজরুম এডিটর ও নিউজরুম এডিটর পদে নিয়োগ দেবে দেশসেরা এ অনলাইন নিউজপোর্টাল।


বাংলানিউজ পরিবারের সঙ্গে চ্যালেঞ্জ নিতে আগ্রহীরা আবেদনপত্র পাঠান।

যোগ্যতা
১. ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
২. অনলাইন বা ছাপা পত্রিকায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. নিউজরুমে কাজের ক্ষেত্রে নির্ভুল বাংলা লেখা, ইংরেজি অনুবাদ ও সম্পাদনায় পারদর্শী হতে হবে।
৪. ভিডিও সম্পাদনায় দক্ষতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে।  

প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ আবেদনকারীর অযোগ্যতা বলে গণ্য হবে।

আবেদন পাঠাতে হবে [email protected] এই মেইলে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ১৯ জুলাই, ২০২১