Media School

Dhaka    Wednesday, 27 August 2025

By সজীব সরকার

মানবীয় আবেগ ও এর নানা ধরন

Media School July 29, 2025

প্রতীকী ছবি।

মানবীয় আবেগ (Human Emotion) বিভিন্ন রকমের হতে পারে। মানুষ যতো ধরনের আবেগ অনুভব ও প্রকাশ করে, প্রেক্ষাপট বা দেখার দৃষ্টিকোণ অনুযায়ী এগুলোকে নানা উপায়ে শ্রেণিবদ্ধ করা যায়।

সাধারণভাবে আবেগকে এ ২ শ্রেণিতে ভাগ করা যায় :

১. মৌলিক বা প্রাথমিক আবেগ (Basic or Primary Emotions): যেসব আবেগ স্থান-কাল-পাত্র নির্বিশেষে প্রায় সবার মধ্যেই এবং মোটামুটি একইভাবে কাজ করে। যেমন : আনন্দ, রাগ, ভয় ইত্যাদি।
২. যৌগিক বা মিশ্র আবেগ (Complex or Secondary Emotions): একাধিক মৌলিক আবেগের সংমিশ্রণে যেসব আবেগ তৈরি হয়। যেমন : ভালোবাসা, ঈর্ষা, বিদ্বেষ ইত্যাদি। কিছু ক্ষেত্রে মৌলিক ও যৌগিক আবেগ মিলেও ভিন্ন একটি যৌগিক আবেগ তৈরি হতে পারে।

এখানে মনে রাখতে হবে, সব মানুষের মধ্যে সব আবেগ সমানভাবে কাজ করে না। আবার, কিছু আবেগ নির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে বা নানা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে যেমন তৈরি হয়, তেমনি কিছু আবেগ আবার ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য বা স্বভাবের ওপরও নির্ভর করে।