By সজীব সরকার
সংবাদের সঙ্গে ফিচারের মৌলিক পার্থক্য
Media School August 8, 2025

সংবাদের প্রধান উদ্দেশ্য হলো তথ্য জানানো। এর পাশাপাশি, সংবাদে কোনো ঘটনার ব্যাখ্যা বা বিশ্লেষণও থাকতে পারে। এ ছাড়া, সংবাদ লেখার সুনির্দিষ্ট কিছু কাঠামো ও নিয়ম-কানুন রয়েছে যা মেনে চলতে হয়। সংবাদে প্রতিবেদক বা সাংবাদিকের ব্যক্তিগত মতামত কিংবা অনুভূতি যোগ করার কোনো সুযোগ নেই।
অন্যদিকে, ফিচারের প্রধান উদ্দেশ্য হলো বিনোদন দেওয়া। বিনোদনের পাশাপাশি তথ্য দেওয়া, তথ্যের মাধ্যমে কিছু শেখানোর চেষ্টা, কোনো বিষয় নিয়ে বিস্তারিতভাবে তথ্য-উপাত্ত তুলে ধরা ইত্যাদিও ফিচারের মৌলিক উদ্দেশ্য। আর, ফিচার লেখার জন্য সুনির্দিষ্ট কোনো কাঠামো বা নিয়মের বাধ্যবাধকতা নেই। বরং, ফিচার লিখতে হয় সৃজনশীল উপায়ে এবং অনেকটা গল্পের ছলে। ফিচার লেখক চাইলে সেখানে নিজের মতামত বা অনুভূতিও যোগ করতে পারেন।