Media School

Dhaka    Friday, 26 December 2025

By সজীব সরকার

সংবাদ লেখার সবচেয়ে জনপ্রিয় তিন কাঠামো

Media School July 17, 2020

সংবাদ লেখার অনেকগুলো কাঠামো রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কাঠামোগুলো হলো :

১. উল্টো পিরামিড কাঠামো (inverted pyramid structure)
২. পিরামিড কাঠামো (pyramid structure) এবং
৩. সময়ানুক্রমিক কাঠামো (chronological structure)

তবে এই তিনটির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 'উল্টো পিরামিড' কাঠামো। বিশেষ করে হার্ড নিউজ উপস্থাপনের ক্ষেত্রে এ কাঠামোই সবচেয়ে কার্যকর।