Media School

Dhaka    Friday, 26 April 2024

By নুসরাত জাহান

অভিশপ্ত আশীর্বাদ!

Media School April 18, 2021

Melancholy by Satyaki Sarkar.

আজ শুক্রবার! তাতে কী?
আজ যে ছুটির দিন- তাতে হয়েছে কী?
এখন যে প্রতিদিনই ছুটির দিন!
তাই এখন আর আলাদা করে ছুটির দিন বোঝা যায় না,
সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর ছুটির দিনের আনন্দও এখন আর উপভোগ্য হয়ে ওঠে না।
ছুটির দিন মানে তো ছিলো পরিবারের সবাই মিলে ঘুরতে যাওয়া, আনন্দ করা, বিশ্রাম করা।
এখন যখন প্রতিটি দিনই বিশ্রামের, প্রতিটি দিনই ছুটির,
তখন আর আলাদা করে শুক্রবারের তাৎপর্য কোথায়- বলো?
এখন তো চাইলেই আর বাইরে খেলতে যেতে পারে না আমার ছেলেটা;
স্কুলে যায় না সে এক বছর হয়ে গেলো!
এ-ঘর, ও-ঘর ঘুরে বেড়ায় খাঁচায় বন্দি পাখির মতো আর শুধু ছটফট করে-
কল্পনায় খেলতে থাকে স্কুলের বন্ধুদের সাথে...
বলে, ‘মা, আজ আমার বন্ধুরা বাসায় আসবে, ভালো-মন্দ রান্না করো’।
তারপর খেলতে থাকে সারাদিন তাদের সাথে, ‘একা একা’!
এখন আর চাইলেই মা-বাবার কাছে ছুটে যাওয়া যায় না;
ঘুমের মধ্যে যদিও নিজ শহর, নিজ বাড়ি দাপিয়ে বেড়াই-
ঘুম ছুটে গেলেই আবারো অন্ধকারে নিমজ্জিত সব...
এক শহরে থেকেও দেখা হয় না ভাই, বন্ধু, আত্মীয়-পরিজনদের সাথে;
ধন্যবাদ ‘প্রযুক্তিকে’- না হলে, ভার্চুয়ালিও দেখা হতো না যে কারো সাথে!
ক্লাস করতে পারতো না আমার ছেলে স্কুলের,
ভার্সিটিতে ক্লাস নিতে পারতো না যে আমার স্বামী-
তাহলে আমার সন্তান এক ক্লাসেই আটকে থাকতো, কে জানে কতো জীবন, আর
আমার স্বামীর চাকরি চলে গিয়ে হয়তো না খেয়ে মরতে হতো আমাদের!
ধন্যবাদ ‘প্রযুক্তিকে’- তোমরা চাঁদে বসতি গড়ার বন্দোবস্ত করছো,
মঙ্গল জয়ের প্রচেষ্টায় মত্ত তোমরা
আর এক ভাইরাসকে বশে আনতে পারছো না!
শতশত নিষ্পাপ প্রাণ ঝরে যাচ্ছে মুহূর্তেই;
ঘর-বন্দি হারিয়ে যাচ্ছে আমাদের সন্তানদের অমূল্য শৈশব...
ধন্যবাদ ‘প্রযুক্তি’ তোমাকে-
এখন আর চাইলেই সমুদ্র দেখতে যাওয়া হয় না,
অপার সাগরের উত্তাল ঢেউয়ে পা ভেজানো, বাতাসে মন জুড়ানোর সুযোগ আর নেই এখন,
ঘরের দরজা-জানালা বন্ধ করে, শ্বাস আটকে বেঁচে থাকার প্রাণান্ত চেষ্টা শুধু;
যদি সফল হই,
তাহলে একেবারে হয়তো চাঁদ বা মঙ্গলেই হবে আমাদের নতুন জীবন শুরু,
নতুন বাসস্থান!
ধন্যবাদ... ‘প্রযুক্তি’ তোমাকে!

নুসরাত জাহান : গবেষক, প্রাবন্ধিক ও কবি।