Media School

Dhaka    Monday, 13 October 2025

By সজীব সরকার

অ্যাকটিভ লিসেনিংয়ে শ্রোতার ভূমিকা

Media School July 29, 2025

যোগাযোগের যে প্রক্রিয়াকে অ্যাকটিভ লিসেনিং হিসেবে বিবেচনা করা হয়, সেখানে শ্রোতার (লিসেনার) অন্তত এই ৪টি ভূমিকা থাকে :

১. বক্তার (স্পিকার) দিকে পরিপূর্ণ ও অবিরত মনোযোগ
২. বক্তাকে (বাচনিক ও অবাচনিক বার্তা) পরিপূর্ণভাবে বোঝার সক্রিয় প্রচেষ্টা
৩. প্রয়োজনমতো ফিডব্যাক দেওয়া এবং
৪. বক্তার বার্তা থেকে জরুরি বিষয়গুলো মনে রাখা

বক্তার প্রতি আন্তরিক ও বিরতিহীন মনোযোগ ছাড়া অ্যাকটিভ লিসেনার হওয়া যায় না। অ্যাকটিভ লিসেনিংয়ের মাধ্যমে বক্তা মুখে যা বলছে এবং যা বলছে না (অর্থাৎ, যা উহ্য বা অনুক্ত থাকছে) - এই দুই বার্তাই বোঝা সম্ভব হয়। ফলে, শ্রোতা বক্তাকে আংশিকভাবে বা খণ্ডিতভাবে  নয়; বরং, সম্পূর্ণভাবে বুঝতে পারে যা সফল যোগাযোগের অন্যতম শর্ত।