By ফারহিন মাহবুব
আত্মবিশ্বাসই পারে নারীর অবস্থান পরিবর্তন করতে
Media School October 21, 2020

ফারহিন মাহবুব : শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
'নারী' শব্দটি শুনলে আমাদের মনে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয়ে থাকে। সৃষ্টির শুরু থেকেই নারী শব্দটির সাথে অবলা, দুর্বল এবং পরনির্ভরশীল - এই তিনটি শব্দযোগে পরিচয় দেওয়া হতো। জন্মের পর থেকেই মেয়েদের বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে বসবাস করতে হয়, তাই নারীদের নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করা মোটেও সহজ নয়।
বর্তমানে নারীদের আমরা যে অবস্থান দেখতে পাই, এর পেছনে কত সংগ্রাম, ত্যাগ, কষ্ট লুকিয়ে আছে, এর অনেক দৃষ্টান্তই আমাদের জানা। একজন নারীকে প্রতিষ্ঠিত হতে হলে তার প্রথম শর্ত হলো আত্মবিশ্বাস। কারণ সমাজের শুরু থেকেই পুরুষ জাতি নারীদের আত্মবিশ্বাস নিয়ে খেলা করে আসছে। যার ফলে নারীসমাজ কখনোই তাদের ইচ্ছা-অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা ব্যক্ত করতে পারেনি। নারীদের নিজেদের প্রতি আত্মবিশ্বাসই পারে নারীর অবস্থান পরিবর্তন করতে। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। তবে সে স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে।
নারী যে দুর্বল নয়, এটি প্রমাণের জন্য প্রত্যেক নারীর নিজেকে তৈরি করা উচিত। বর্তমানে নারীর উন্নয়নের পেছনে একজন মহীয়সী নারীর ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত : তিনি হলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া - যার জীবন আদর্শ হতে আমরা নিজেদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি।
নারী চাইলে সবকিছুই করতে পারে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটি পুরুষ দ্বারা সম্ভব এবং নারী দ্বারা অসম্ভব। নারীদের সবচেয়ে বড় শত্রু হলো ভয়; তুমি যত ভয় পাবে, সমাজ তোমাকে তত বেশি ভয় দেখাবে। তাই নারীদের প্রথমত ভয়কে দূর করতে হবে, তবেই নারীর উন্নয়নে কোনো বাধা-বিপত্তি আসতে পারবে না। নারী দুর্বল নয়, অবলা নয়, নারীরা সব পারে।