By সজীব সরকার
কগনিশন (Cognition) কী?
Media School August 25, 2025
কগনিশন হলো একটি মানসিক বা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া। জটিল এ প্রক্রিয়া হলো ক্ষুদ্রতর একাধিক প্রক্রিয়ার একটি সমন্বয়। এ প্রক্রিয়ার (কগনিশন) মাধ্যমে মানুষ চিন্তা, অভিজ্ঞতা ও ইন্দ্রিয়ের বা অনুভূতির মাধ্যমে চারপাশ তথা বিশ্ব সম্বন্ধে জ্ঞান আহরণ করে এবং বোঝাপড়া তৈরি করে।
ভিন্নভাবে বলা যায়- কগনিশন হলো এমন এক মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা চিন্তা, অভিজ্ঞতা ও ইন্দ্রিয়গুলোর অনুভূতিকে কাজে লাগিয়ে বিশ্ব সম্বন্ধে জানা, শেখা ও বোঝার চেষ্টা করি।
কগনিশনকে বাংলায় 'অবধারণ' বলা যেতে পারে।