By সজীব সরকার
কোনটি লিখব : `অনুপস্থিতিতে`, না কি `অবর্তমানে`?
Media School February 8, 2021

দুটো শব্দই ঠিক, তবে প্রয়োগে ভিন্নতা রয়েছে।
উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করা যাক :
কোনো সভায় একজন ব্যক্তির উপস্থিত থাকার কথা, কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। এমন ক্ষেত্রে আমরা লিখবো : অমুকের 'অনুপস্থিতিতে' সভা বাতিল করা হলো।
কিন্তু একজন ব্যক্তি জীবিত নেই- এমন ক্ষেত্রে 'অবর্তমানে' কথাটি ব্যবহার করতে হবে : অমুকের 'অবর্তমানে' তার সন্তানেরা এই বাড়ির মালিক হবে।
অর্থাৎ :
ব্যক্তিটি জীবিত, কিন্তু উপস্থিত নেই- এমন ক্ষেত্রে : 'অনুপস্থিতিতে', এবং
ব্যক্তিটি আর জীবিত নেই- এমন ক্ষেত্রে : 'অবর্তমানে' ব্যবহার করতে হবে।