Media School

Dhaka    Friday, 17 May 2024

By সজীব সরকার

কোনটি লিখব : কি, না কি কী?

Media School February 7, 2021

'কি' এবং 'কী' - দুটোই শুদ্ধ। তবে এদের প্রয়োগ ভিন্ন। এদের একটির বিকল্প হিসেবে অন্যটি লিখলে চলবে না; কখন কোনটি লিখতে হবে, তার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যেমন :

প্রশ্নবোধক বা সংশয়সূচক অব্যয় হিসেবে 'কি' লিখতে হবে। যেমন : তুমি কি তাকে চেনো? সহজ করে বললে : কোনো প্রশ্নের উত্তর 'হ্যাঁ' অথবা 'না' দিয়ে পাওয়া যাবে- এমন ক্ষেত্রে 'কি' লিখতে হবে। যেমন : 'তুমি কি খাবে?' - এই বাক্য দিয়ে যখন ব্যক্তিটি কিছু খাবে নাকি খাবে না- কেবল তা জানতে চাওয়া হচ্ছে, তখন 'কি' হবে।

প্রশ্নবোধক সর্বনাম হিসেবে 'কী' লিখতে হবে। যেমন : 'তুমি কী খাবে?' - এখানে ব্যক্তিটি কিছু খাবে নাকি খাবে না, তা জানতে চাওয়া হচ্ছে না; এখানে ব্যক্তির কাছে জানতে চাওয়া হচ্ছে, সে কোন খাবারটি খাবে (ভাত, রুটি, সবজি...)।

বিশেষণ হিসেবে লিখতে হলে লিখতে হবে 'কী' : কীভাবে? বা, কী সুন্দর!

বিস্ময়বোধক অব্যয় হিসেবে যদি বাক্যের শেষে বসে, তাহলে লিখতে হবে 'কি' : তোমার কথা শুনে বিপদে পড়ি আর কি! বা, এতে আর আশ্চর্য কি!

যে-কোনো সময় 'কি' অথবা 'কী' নির্বিচারে লেখার সুযোগ নেই; নিয়ম মেনেই লিখতে হবে।