Media School

Dhaka    Friday, 03 May 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `আওতাধীন` কি ঠিক শব্দ?

Media School May 10, 2021

'আওতাধীন' শব্দটির বহুল ব্যবহার চোখে পড়ে। 'সরকারের আওতাধীন', 'প্রশাসনের আওতাধীন' - এমন অনেক ক্ষেত্রেই শব্দটি ব্যবহার করা হয়। তবে 'আওতাধীন' শব্দটি ভুল।

'আওতাধীন' বলতে আসলে যা বোঝানোর চেষ্টা করা হয়, কেবল 'আওতা' বা 'অধীন' দিয়েই তা বোঝায়। তাই এর যে-কোনো একটি লিখলেই যথেষ্ট। যেমন : 'বিষয়টি সরকারের আওতায়/অধীনে রয়েছে'।

'আওতাধীন' শব্দটি বাহুল্য-দোষে দুষ্ট।