Media School

Dhaka    Friday, 17 May 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : আবিষ্কার, না কি উদ্ভাবন?

Media School February 18, 2021

দুটোই ঠিক, দুটোই লিখবো; তবে ভিন্ন অর্থে।

যা আগেই ছিলো, শুধু নতুন করে এর খোঁজ বা সন্ধান পাওয়া গেছে- সে অর্থে লিখতে হবে 'আবিষ্কার'। যেমন : 'কে আমেরিকা আবিষ্কার করেন?' অথবা, পাটের জিনোম আবিষ্কার। কিংবা, মহাকাশে নতুন গ্রহ আবিষ্কার।

কিন্তু যা আগে ছিলো না, এখন নতুন করে তৈরি করা হয়েছে- সেখানে লিখতে হবে 'উদ্ভাবন'। যেমন : 'কম্পিউটার কে উদ্ভাবন করেন?' অথবা, টেলিভিশন কিংবা টেলিফোন উদ্ভাবন।

আবারো : মাঠে ধানের নতুন কোনো জাতের সন্ধান মিললে লিখতে হবে- 'ধানের নতুন জাত আবিষ্কার' কিংবা 'নতুন জাতের ধান আবিষ্কার'। কিন্তু গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা করে নতুন জাত তৈরি করলে লিখতে হবে- 'নতুন জাতের ধান উদ্ভাবন' কিংবা 'ধানের নতুন জাত উদ্ভাবন'।