Media School

Dhaka    Friday, 17 May 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : ইলেকট্রনিক্স মিডিয়া, না কি ইলেকট্রনিক মিডিয়া?

Media School April 26, 2021

সম্প্রচার মাধ্যম (যেমন : টিভি বা রেডিও) বোঝাতে ইংরেজিতে বলতে হবে ইলেকট্রনিক মিডিয়া। অনেক সময় ইলেকট্রনিক্স মিডিয়া কথাটি ব্যবহার করা হয়, তবে এই ক্ষেত্রে এমন প্রয়োগ ভুল।

ইলেকট্রনিক্স বলতে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং এ ধরনের প্রকৌশল বা প্রযুক্তিসহ নানাবিধ বিষয় ও এদের প্রায়োগিক আলোচনাকে বোঝায়।

ইলেকট্রিসিটি (বিদ্যুত) দিয়ে চলে, এমন কিছু বোঝাতে বলতে হবে 'ইলেকট্রনিক'। যেমন : ওভেন, ব্লেন্ডার, ফ্রিজ... এগুলো ইলেকট্রনিক পণ্য। এই যুক্তিতে সম্প্রচার মাধ্যম বোঝাতে ঠিক কথাটি হলো 'ইলেকট্রনিক' মিডিয়া।