Media School

Dhaka    Wednesday, 30 April 2025

By সজীব সরকার

কোনটি লিখবো : `উৎকর্ষতা` না কি `উৎকর্ষ`?

Media School May 10, 2021

ভালোত্ব বা শ্রেষ্ঠত্ব (উৎকৃষ্টতা) বোঝাতে অনেক সময় 'উৎকর্ষতা' শব্দটি ব্যবহার করা হয়, তবে শব্দটি ভুল। ‌'উৎকৃষ্ট' শব্দের বিশেষ্য হিসেবে 'উৎকৃষ্টতা' বা 'উৎকর্ষ' বলা যেতে পারে। উৎকর্ষ শব্দটি দিয়েই উৎকৃষ্টতা বোঝায়। তাই উৎকৃষ্টতা বোঝাতে উৎকর্ষ বলাই ঠিক; 'উৎকর্ষতা' বললে এক শব্দে বিশেষ্যবাচক দুটি প্রত্যয় যোগ করা হয় যা ভুল।

তাই :

ভুল : জীবনের উৎকর্ষতা অর্জনে অধ্যবসায় দরকার।
ঠিক : জীবনের উৎকর্ষ অর্জনে অধ্যবসায় দরকার।