Media School

Dhaka    Friday, 17 May 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `খ্রিস্ট` ও `খ্রিস্টাব্দ` ছাড়া সব ভুল

Media School February 11, 2021

'খ্রিস্ট' ও 'খ্রিস্টাব্দ' লিখতে হবে।

ভিন্নতর অনেক বানানই রয়েছে, সেগুলো সব ভুল। যেমন : খ্রীস্ট, খ্রীষ্ট, খৃষ্ট, খ্রীষ্টাব্দ, খৃষ্টাব্দ ইত্যাদি।

অসংস্কৃত বা বিদেশি শব্দে ঋ-কার, দীর্ঘ ঈ-কার বা 'ষ্ট' ব্যবহার করা ভুল।

একই যুক্তিতে ঠিক বানান হবে 'খ্রিস্টান'; ভিন্নতর বানানে লিখলে তা অশুদ্ধ হবে।