Media School

Dhaka    Friday, 17 May 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `প্রেক্ষিতে`, না কি `পরিপ্রেক্ষিতে`?

Media School April 3, 2021

'প্রেক্ষণ' শব্দের অর্থ হলো দেখা বা দর্শন করা (to see)। এটি একটি ক্রিয়াবাচক শব্দ (verb)। এই প্রেক্ষণ শব্দের বিশেষণ (adjective) হলো 'প্রেক্ষিত' যার অর্থ : যা দেখা হয়েছে বা দর্শন করা হয়েছে (seen)।

তাই, কোনো ঘটনার প্রেক্ষাপট বা পটভূমি (perspective/background) অর্থে 'প্রেক্ষিত' শব্দের ব্যবহার ভুল। কোনো ঘটনার প্রেক্ষাপট বা পটভূমি অর্থে 'পরিপ্রেক্ষিত' শব্দটি ব্যবহার করতে হবে।

অর্থাৎ : 'এই ঘটনার প্রেক্ষিতে তিনি ওই সিদ্ধান্ত নেন' - এমনটি লিখলে ভুল হবে; এখানে লিখতে হবে : 'এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ওই সিদ্ধান্ত নেন'।