Media School

Dhaka    Friday, 17 May 2024

By সজীব সরকার

কোনটি লিখবো : `সর্বজনীন` না কি `সার্বজনীন`?

Media School February 10, 2021

'সর্বজনীন' ও 'সার্বজনীন' দুটোই শুদ্ধ কিন্তু এদের অর্থ ভিন্ন।

'সর্বজনীন' শব্দের অর্থ হলো : সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত, বারোয়ারি, সর্বসাধারণের সহায়তায় কৃত, সবার জন্য কল্যাণকর, সবার মঙ্গলের জন্য কৃত বা সবার জন্য উদ্দিষ্ট। তাই এসব ক্ষেত্রে 'সর্বজনীন' ব্যবহার করতে হবে। যেমন : ভালোবাসার অনুভূতি সর্বজনীন, মানবাধিকার সর্বজনীন অধিকার, সর্বজনীন দুর্গাপূজা ইত্যাদি।

'সর্বজনীন'-এর বিকল্প হিসেবে 'সার্বজনিক' শব্দটিও ব্যবহার করা চলে।

অন্যদিকে 'সার্বজনীন' শব্দের অর্থ হলো : সবার মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ বা শ্রেষ্ঠ। যেমন : তিনি আমাদের সার্বজনীন নেতা।