By সজীব সরকার
কোনটি লিখবো : `সারা দেশব্যাপী` লেখা চলবে না
Media School May 22, 2021

পুরো দেশ বা দেশের সব এলাকা বোঝাতে 'সারা দেশব্যাপী' কথাটির ব্যবহার দেখা যায়, তবে কথাটি অশুদ্ধ।
'সারা দেশব্যাপী' কথাটির মাধ্যমে যা বোঝানোর চেষ্টা করা হয়, 'সারা দেশ' অথবা 'দেশব্যাপী' বললেই তা বোঝায়। তাই পুরো দেশ বোঝাতে 'সারা' অথবা '-ব্যাপী' - এর যে-কোনো একটি ব্যবহার করাই যথেষ্ট। এর দুটোই যদি ব্যবহার করা হয়, তাহলে তা বাহুল্যদোষে দুষ্ট হয়।
তাহলে :
ভুল : করোনা সংক্রমণ রোধে সারা দেশব্যাপী লকডাউন
শুদ্ধ : করোনা সংক্রমণ রোধে সারা দেশে লকডাউন/করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউন
একইভাবে :
ভুল : গোটা দেশজুড়ে
শুদ্ধ : গোটা দেশে/দেশজুড়ে