Media School

Dhaka    Friday, 15 August 2025

By সজীব সরকার

ক্যারেক্টার আর্ক (Character Arc)

Media School July 31, 2025

ক্যারেক্টার আর্ক হলো গল্পে কোনো চরিত্রের রূপান্তরের প্রক্রিয়া। এই রূপান্তর বা বদলে যাওয়া হলো চরিত্রের মৌলিক বৈশিষ্ট্যের পরিবর্তন হওয়া। এর মধ্য দিয়ে চরিত্রের ব্যক্তিত্ব, বিশ্বাস বা মূল্যবোধ ও আচরণে দৃশ্যমান পরিবর্তন ঘটে।

সাধারণত বিশেষ কোনো ঘটনা বা পরিস্থিতি (যেমন : দ্বন্দ্ব, জীবনে চ্যালেঞ্জ বা কোনো কারণে আত্মোপলব্ধি) চরিত্রের মধ্যে এই রূপান্তর ঘটায়। এই পরিবর্তন দীর্ঘ সময় নিয়ে যেমন ঘটতে পারে, তেমনি আবার বিশেষ ক্ষেত্রে আকস্মিকভাবে বা কম সময়ের মধ্যেও ঘটতে পারে।

নানা ঘটনার মধ্য দিয়ে গল্পটি যেমন উন্মোচিত হতে থাকে, তেমনি এর সঙ্গে সঙ্গে ওই চরিত্রের মধ্যে রূপান্তরের বিষয়টিও দৃশ্যমান হতে দেখা যায়।

উদাহরণ
ক্যারেক্টার আর্কের কয়েকটি উদাহরণ আলোচনা করলে বিষয়টি সম্পর্কে ধারণা আরো স্পষ্ট হবে :

  • মেগামাইন্ড : এ চলচ্চিত্রের মূল চরিত্র মেগামাইন্ড। গল্পের শুরুতে দেখা যায়, মেগামাইন্ড হলো 'ভিলেন' আর মেট্রোম্যান হলো 'হিরো'। কিন্তু, শেষদিকে মেগামাইন্ডই হয়ে ওঠে গল্পের সত্যিকার হিরো।
  • ডেসপিকেবল মি : শিশুদের সহ্য করতে না পারা গ্রু-কে 'সুপারভিলেন' থেকে 'সুপারহিরো' হয়ে উঠতে দেখা যায় এ গল্পে; তার এ পরিবর্তনের কারণ মূলত অনাথ তিন শিশুর প্রতি জেগে ওঠা পিতৃত্ববোধ।
  • দ্য গ্রিনচ : গল্পের মূল চরিত্র গ্রিনচকে শুরুতে বিরক্ত, হতাশ ও রূঢ় প্রকৃতির দেখা যায়। সে নিজে যেমন আনন্দ-উৎসব পছন্দ করে না, তেমনি অন্যকেও সে আনন্দ করতে দিতে চায় না। এজন্য সে 'ক্রিসমাস' চুরি করে। নানা ঘটনার মধ্য দিয়ে তার মধ্যে পরিবর্তন ঘটে; একসময় সে উৎসবপ্রিয় হয়ে ওঠে এবং অন্য সবার সঙ্গে আনন্দে যোগ দেয়।
  • হ্যারি পটার : গল্পের শুরুতে সহজ-সরল (অনেকের কাছে বোকা-সোকা) বালক হ্যারি পটারকে দেখা যায়, যাদুবিদ্যার মাধ্যমে সে ক্ষমতাধর হয়ে ওঠে। ধীরে ধীরে সে বন্ধুত্ব, দায়িত্বশীলতা, ত্যাগ ও ভালোবাসার মতো বিষয়গুলো বুঝতে শেখে। একসময় তার বোধোদয় ঘটে- ভালোবাসাই হলো সবচাইতে বেশি শক্তিশালী যাদু।
  • ওয়ান্ডার ওম্যান : মূল চরিত্র ডায়ানা বিশ্বাস করে, যে পৃথিবীতে আমরা সবাইকে নিয়ে বেঁচে আছি, একে রক্ষার জন্য আমাদের লড়াই করে যেতে হবে। গল্পের শেষে ডায়ানা তার এ বিশ্বাসকে সত্য বলে প্রমাণও করে।

চরিত্রের এ পরিবর্তন নানারকম হতে পারে।