Media School

Dhaka    Thursday, 25 April 2024

By সিনথিয়া আহমেদ

নারীকে হার মানানো অসম্ভব

Media School October 21, 2020

সিনথিয়া আহমেদ : শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

নারী। নারী কাকে বলে- হয়তো কেউ কেউ খুব সাজানোভাবে এর উত্তর দিতে পারবে, কিন্তু সত্যি বলতে আমার কাছে এর কোনো সাজানো উত্তর নেই। বেঁচে থাকার প্রয়োজনে নারীকে বিভিন্ন সম্পর্কে নারী হয়ে যেতে হয়, কিন্তু আলাদা করে সে কোন জাত নয়; সে কেবলই একজন নারী, একজন মানুষ।

প্রতিটা নারীই একটা মেয়ে, কিন্তুু মেয়ে হয়ে জন্মানোর পরই পুরুষতান্ত্রিক সমাজের ভাবনায় একজন নারী দুর্বল নারী হয়ে ওঠে। মেয়েরাও সেই ভাবনা নিয়েই বেড়ে ওঠে। তাই হয়তো কবি বলেছেন : 'শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী-/পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি'। কিন্তুু না, আমি তো আমার জীবনকে এই 'সৌন্দর্যের সঞ্চারি' হিসেবে গড়ে তুলতে চাই না। নারী ও পুরুষের সমান অধিকার - আমি এই সৌন্দর্যের সঞ্চারি হতে চাই। সকাল থেকে বিকেল - কর্মস্থলে তো নারীও তার অবদান রাখছে প্রতিটা পদক্ষেপেই। তাহলে কেন সমাজটা নারীর নয়, কেবল পুরুষের? মানুষ বদলায়, কিন্তুু মানসিকতা, চিন্তাধারা সেই আগের অবস্থানেই থেকে যায়।

বাবা-মার একমাত্র মেয়ে আমি; হ্যাঁ, খুব আদর-স্নেহের মেয়ে। আমি তাদের এতটাই আদরের, যা আমার পথচলায় অনেকাংশেই বাধা প্রদান করেছে। কেন? ঐতো, আমি মেয়ে বলে! হাজারো বাধা এসেছে, কিন্তুু থেমে যাইনি আমি। মাঝে মাঝে মনে হয়, মেয়ে শব্দটাতে এক ধরনের দুর্বলতা রয়েছে। কারণ ২০২০ সালে দাঁড়িয়েও যখন শুনতে হয়, 'মেয়ে হয়ে জন্মেছো তো, তাই তোমার পথচলাটা সংক্ষিপ্ত হতে হবে, সবশেষে তোমাকে তো একটা পুরুষের ওপরই নির্ভর করতে হবে।' এই কথাগুলোর খুব একটা প্রভাব পড়ে না আমার ওপর এই ভেবে যে, জীবনে সাফল্য অর্জন করতে পারলে এই মানুষগুলোই আমার প্রশংসায় পঞ্চমুখ হবে, তখন তাদের প্রার্থনাই যেন হবে আমার দীর্ঘস্থায়ী পথচলা। এই নিয়েই এগিয়ে চলা সামনের পথগুলো। আর এই পথচলায় সম্মুখীন হতে হচ্ছে  জীবন নামক এক যুদ্ধের, যেই যুদ্ধে মোকাবিলা করতে হচ্ছে অনেক কিছুর - সময়, পরিবার, পরিস্থিতি এমনকি বিভিন্ন প্রকৃতির মানুষও। তবুও হার মানতে প্রস্তুত নই।

নারী হলেও আমি পারি হাজারো বাধা-বিপত্তি ও অবহেলার মাঝে মুখের কোণে একরাশ হাসি নিয়ে সমাজের হাজারো কাজে অবদান রাখতে। তাই হাজারো বাধা, অবহেলার পরও নারীকে হার মানানো অসম্ভব।