Media School

Dhaka    Friday, 19 April 2024

By ইউসরা হোসেন সাইমা

নারীর শক্তি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে

Media School October 21, 2020

ইউসরা হোসেন : শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

নারী মানেই অনেকগুলো সম্পর্কের সাথে জড়িয়ে থাকা। পৃথিবীতে জন্ম হওয়ার পর সে হয় কারো কন্যা, তারপর হয় কারো স্ত্রী, তারপর হয় কারো মা। এই তিনটি সম্পর্কে নিজের দায়িত্বগুলো পালন করতেই তার জীবনের অধিকাংশ সময় সে পার করে দেয়। কিন্তু এই বিশাল জীবনধারার মধ্যে কোথাও কোন এক কোণে চাপা পড়ে যায় তার স্বপ্নগুলো।

ছোটকালে কত স্বপ্নই না থাকে তার ডাক্তার হয়ে সবার চিকিৎসা করবে, বিজ্ঞানী হয়ে গবেষণা করবে, বিমান উড়াবে সে, পুলিশ হয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু সমাজের ভয়ে সেই স্বপ্নগুলো ভেঙ্গে যায়। লোকে বলে, 'কী হবে এত শিক্ষিত হয়ে, একদিন তো বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবে; মেয়েরা বেশি শিক্ষিত হলে মাথায় উঠে বসবে, মেয়েদের তো জন্মই হয়েছে বাচ্চাদের লালন-পালনের জন্য।' আমরা ভুলে যাই, এই দেশকে পরিচালনা করছেন একজন নারী। একটি শিক্ষিত ও কুসংস্কারবিহীন জাতি গড়ে তোলার জন্যও প্রয়োজন শিক্ষিত মায়ের। কোন অঘটন ঘটলেই আমরা আগে দোষটা চাপিয়ে দেই নারীর ঘাড়ে। কথায় কথায় বলি, মা শিক্ষা দেয়নি; অথচ সেই মাকে শিক্ষা গ্রহণ করার সুযোগতো আমরাই দেই না।

একটি দেশের শুধু একটি অংশকে নিয়ে দেশ এগোবে না; এর দুইটি অংশকে সমানভাবে নিয়ে এগোতে হবে। একটি মানুষ যেমন দুটি পা ছাড়া হাঁটতে পারে না, একটি গাড়ি যেমন দুটি চাকা ছাড়া ভারসাম্য রাখতে পারে না, একটি পরিবার যেমন মা-বাবাকে ছাড়া অপূর্ণ, ঠিক তেমনি পুরুষের পাশাপাশি নারীদেরও গুরুত্ব আছে দেশের উন্নয়নের ক্ষেত্রে। আমরা বলি, নারীরা পারবে না; কেন পারবে না? অবশ্যই পারবে। নারীরা আজ বৈমানিক হচ্ছে, পুলিশের মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিজেদের কৃতিত্ব দেখাচ্ছে। নারীরা যুদ্ধের সৈনিক হচ্ছে, মহাকাশে যাচ্ছে।

নারীরা একটু সুযোগ পেলেই অনেক জায়গায় অংশগ্রহণ করে এ দেশের নাম উজ্জ্বল করতে পারবে। কিন্তু সকল বিষয়ে এ উন্নতির জন্য প্রয়োজন শিক্ষা ও দক্ষতা। এ দেশের মানুষ নারীদের শিক্ষিত হতে বাধা দেয়; তারা ভাবে, যদি নারীরা সুযোগ পেয়ে যায় তাহলে পুরুষেরা পিছিয়ে যাবে। কিন্তু একটি দেশের উন্নতির ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের অবদান গুরুত্বপূর্ণ।

নারীর শক্তি একটি দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারে; আর এর বড় উদাহরণ হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের এই বিশ্বাস রাখতে হবে।