Media School

Dhaka    Wednesday, 30 April 2025

By সায়মুন জিদনী

নিজেকে মেয়ে নয়, মানুষ ভাবতে হবে

Media School October 21, 2020

সায়মুন জিদনী : শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

নারীর জীবনে সবচাইতে বড় বাধা বোধ হয় শিক্ষা ও কর্মসংস্থানে। তবে আমার ক্ষেত্রে পুরোই উল্টো। শুনেছি মেয়েদের পড়ার বিষয় হলো বিবিএ, ফ্যাশন ডিজাইন, ইংরেজি অথবা সোশিওলজি; সাংবাদিকতা নিয়ে পড়াাশোনা, তাও আবার মেয়ে! ভাবা যায়?

আমার শিক্ষাজীবনের হাতেখড়ি আমার বাবার হাতে। এইচএসসি পরীক্ষার পর রীতিমতো যুদ্ধ করে আমাকে সাংবাদিকতা বিষয়ে পড়ানোর উদ্যোগ নিলেন। বাবা বলেছেন, ‘নিজেকে কখনো মেয়ে মনে করবি না, মানুষ মনে করবি।’

আমার এ বিষয়ে পড়াশোনা নিয়ে সবচেয়ে বড় সমস্যা আমার এলাকার প্রতিবেশি, ঘটকের। ‘মেয়েকে সাংবাদিকতায় পড়ান, ক্যামেরা নিয়ে দৌঁড়াবে নাকি? ঘেঁষাঘেঁষি করে রিপোর্ট আনতে যাবে!' – এসব প্রশ্নের উত্তর আমাকে কখনো দিতে হয়নি; তার আগেই বাবা দিয়ে দিয়েছেন।

পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সংগঠন ও পত্রিকায় কাজ করি একমাত্র আমার বাবার অনুপ্রেরণা ও উৎসাহে। ছোটখাট সফলতা যখন দ্বারে এসে কড়া নাড়ে, তখন আপনা-আপনিই মন বলে উঠে, ‘হ্যাঁ, আমি পারি।’