Media School

Dhaka    Friday, 29 March 2024

By শায়লা আক্তার

পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলব স্বপ্নের বাংলাদেশ

Media School October 25, 2020

সময়ের ধারায় এগিয়ে চলছে সমাজ, আর এ সময় মানবসম্পদ হিসেবে নারীর ব্যবহার নিশ্চিত করতে পারলেই নারীর সত্যিকার উন্নয়ন ও ক্ষমতায়ন সম্ভব। বাবা-মা থেকে শুরু করে সমাজের সকলেই নারীদেরকে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার পথে নানাভাবে আটকে রাখতে চায়। নারীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সমাজ দ্বিমত পোষণ করে। কোনো কোনো পরিবারের সদস্যরা চায় না তার পরিবারের নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করুক। আমার বাবা-মা কখনোই চায়নি উচ্চশিক্ষা গ্রহণ করি। আমার এইচএসসি শেষ হয় ২০১৭ সালে। এরপর আমার পরিবার থেকে আমাকে আর স্নাতক ডিগ্রির জন্য অনুমতি দেয়নি। তাদের চিন্তা-ভাবনা এরকম ছিল যে, আমাকে বিয়ে দিতে হবে, আর পড়ে কোনো কাজ নেই। যতটুকু পড়েছি, অনেক হয়েছে; বিয়ের পর নিজের ছেলে-মেয়েকে পড়াতে পারলেই হবে। চাকরি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি ভেবে নিয়েছিলাম, যেভাবেই হোক, স্নাতক শেষ করবোই। অনেক বাধা পেরিয়ে আজ আমি আমার স্বপ্নের পথে পা বাড়িয়েছি। বাবা-মায়ের চিন্তা-ধারা আমি একদিন বদলাবই।

অনেক নারী বাধা-বিপত্তি পেরিয়ে লেখাপড়া শেষ করে যখন নিজেকে উন্নতির দিকে এগিয়ে নিতে চায়, তখনও নারীদেরকে আমাদের সমাজ আটকে রাখতে চায়। সমাজ কখনোই একজন নারীর উন্নতি মেনে নিতে চায় না। রাস্তা-ঘাটে চলতে গেলেও আমাদের অনেক বিপদে পড়তে হয়। আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। আমরা নারীরা পারি না এমন কিছুই নেই। আমরা সন্তান পালনের পাশাপাশি শিক্ষকতা, অফিস, আদালত, চিকিৎসা ও সেবা ইত্যাদি কাজেও নিয়োজিত।

প্রতিটি মানুষই অনেক সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে। অথচ অশিক্ষা-কুসংস্কার এবং নানা বঞ্চনা ও শঙ্কা নারীকে পিছিয়ে রেখেছে। আমরা নারীরা আজ আর ঘরে বসে নেই। আমরাও ঘরের বাইরে কাজ-কর্মে নিয়োজিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা আজ বিশেষ ভূমিকা পালন করছি। আমরা বাংলাদেশের নারীরা আমাদের মেধা ও মননশীলতা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি; আমরা গড়ে তুলতে পারব একটি আদর্শ বাসভূমি। আমরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলব এক স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন বাঙালি জাতি তার মানসলোকে লালন করছে।