By সজীব সরকার
ফিচারের বৈশিষ্ট্য
Media School August 22, 2025
ফিচারের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য হলো :
- ফিচারের প্রধান উদ্দেশ্য হলো পাঠককে বিনোদিত করা। নতুন বা ভিন্ন কোনো বিষয়ে ও ভিন্ন আঙ্গিকে লেখা ফিচার পড়ে পাঠকের সংবাদ পাঠের একঘেঁয়ে অনুভূতি দূর হয়।
- বিনোদনের পাশাপাশি তথ্যও দেয় ফিচার। যে ইস্যুতে ফিচার লেখা হয়, সে সম্বন্ধে বিস্তারিতভাবে তথ্য তুলে ধরা হয় বলে একটি বিষয় নিয়ে পাঠক অনেক স্পষ্টভাবে জানতে পারে।
- কোনো বিষয়ে তথ্য-উপাত্ত তুলে ধরার পাশাপাশি ওই বিষয়ে পাঠকের আচরণ বা অভ্যাস তৈরি কিংবা পরিবর্তন, অথবা কোনো ইস্যুর পক্ষে বা বিপক্ষে পাঠকের মতামত গড়ে তোলা যায়।
- ফিচার লেখার জন্য সুনির্দিষ্ট কোনো কাঠামো বা নিয়মের বাধ্যবাধকতা নেই। বরং, ফিচার লিখতে হয় সৃজনশীল উপায়ে এবং অনেকটা গল্পের ছলে।
- লেখক চাইলে ফিচারে নিজের অভিজ্ঞতা, মতামত বা অনুভূতির কথা তুলে ধরতে পারেন।
- ফিচারে প্রায়শই মানবীয় আবেগ (হিউম্যান ইন্টারেস্ট) যোগ করার প্রতি একটি ঝোঁক থাকে।
- পাঠকের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিষয় হিসেবে সংবাদের চেয়ে ফিচারের সক্ষমতা ও সুযোগ বেশি।
- ফিচার লেখার ক্ষেত্রে সংবাদের মতো সময়ের সীমাবদ্ধতা নেই; পুরনো কোনো একটি ঘটনা বা বিষয় নিয়েও ফিচার লেখা যায়।
- ফিচারের মাধ্যমে একটি বিষয়কে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বা দৃষ্টিকোণ থেকে তুলে ধরা যায়।