Media School

Dhaka    Monday, 13 October 2025

By সজীব সরকার

ফিডব্যাক কেন গুরুত্বপূর্ণ

Media School September 8, 2025

অনেক কারণেই ফিডব্যাক (feedback) গুরুত্বপূর্ণ। যেমন :

  • কোনো বিষয়ে বা কোনো ব্যক্তির ব্যাপারে নিজের মতামত, পর্যবেক্ষণ বা পরামর্শ ফিডব্যাকের মাধ্যমে জানানো যায়
  • কারো কোনো কাজে বা সিদ্ধান্তে ভুল কিংবা দুর্বলতা থাকলে কার্যকর ফিডব্যাক দিয়ে তা সংশোধন বা সমাধান করা যায়
  • কারো কোনো ভালো কাজ বা উদ্যোগকে প্রশংসামূলক ফিডব্যাক দিয়ে আরো উৎসাহিত করা যায়
  • যোগাযোগের মুক্ত ও উদার পরিবেশ তৈরি করা যায় যা কোনো কাজ বা সম্পর্ককে সফল করার জন্য জরুরি
  • গঠনমূলক ফিডব্যাকের মাধ্যমে কোনো ব্যক্তিকে অনুপ্রাণিত ও উদ্যোগী করা যায়, এবং সার্বিকভাবে
  • যোগাযোগকে ইতিবাচক ও কার্যকর করতে হলে সুচিন্তিত ফিডব্যাক থাকা জরুরি