Media School

Dhaka    Thursday, 28 March 2024

By মাহমুদা আখতার নীলা

বাধা ডিঙ্গিয়ে এগোতে হবে

Media School October 22, 2020

মাহমুদা আখতার : শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

আমি সেই নারী, যে জীবনে চলার পথে হাজার কষ্ট বুকে চেপে মুখে হাসি নিয়ে বেঁচে থাকতে পারি। হ্যাঁ, আমি সেই নারী যাকে স্রষ্টার সবচেয়ে সুন্দর সৃষ্টি বলা হয়; যে হয় কবির কাব্যের নায়িকা।

এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক। 'নারী' বলতেই সমাজ এমন একটি বস্তুকে বোঝায়, যাদের নিজস্ব কোন চাওয়া-পাওয়া থাকবে না, এরা শুধু আজীবন অন্যের হুকুম পালন করে যাবে। এরকম অবস্থায় ভুলক্রমে যদি কেউ প্রতিবাদ করে, তার জন্য 'উপহারস্বরূপ' থাকে সমাজ থেকে বহিষ্কার, বিভিন্ন ধরনের অত্যাচার।

ছোটবেলা থেকেই নারীদেরকে তাদের জায়গাটা দেখিয়ে দেয়ার জন্য চলতে থাকে নানা আয়োজন। তাদের মধ্যে একটি হলো, 'তোমাকে তো পরের বাড়িতে যেতে হবে, তাই রাগ দেখানো, প্রতিবাদ করা, জোর গলায় কথা বলা - এসব তোমার জন্য না’। কিন্তু সময় এসেছে বদলাবার। বর্তমানে নারীরা যেমন এক হাতে সংসার চালাচ্ছে, তেমন অন্য হাতে একটা পুরো কোম্পানি চালাচ্ছে। সব রকমের পদেই এখন নারীরা তাদের যোগ্যতা দেখাচ্ছে। এই নারীরাই এখন মহাকাশে পাড়ি দিয়ে সবাইকে অবাক করে দিচ্ছে। এখনই সময় নিজেকে উপযুক্ত করে গড়ে তোলার। একটি শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য শিক্ষিত নারী অপরিহার্য। আমাদের এই বর্তমান সমাজে নারীদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করা হলে আমাদের পক্ষে কখনোই যুগের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হয়ে উঠবে না।

তাই বিশ্বের দুয়ারে নিজেকে প্রমাণ করতে গেলে শত বাধাকে ডিঙ্গিয়ে সামনের দিকে এগোতে হবে।