Media School

Dhaka    Friday, 26 April 2024

By নুসরাত জাহান

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)

Media School August 18, 2020

লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল নিয়ে চীন ও ভারতের মতামত ও অবস্থান বরাবরই ভিন্ন। ছবি : trtworld.com

সীমান্ত নিয়ে বিরোধের জের ধরে ছয় দশক আগে চীন-ভারতের মধ্যে সংঘটিত যুদ্ধ শেষ হয় ১৯৬২ সালে, একটি অস্বস্তিকর যুদ্ধ-বিরতির মধ্য দিয়ে। যদিও এর ফলে হিমালয় পর্বতমালার মধ্য  দিয়ে চলে যাওয়া অঞ্চলসমূহ, যা দেশদুটিকে বিভক্ত করেছে, তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সীমারেখা নির্ধারিত হয়নি। কিন্তু এ যুদ্ধ-বিরতি প্রতিষ্ঠা করে ২,১০০ মাইলের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)। এটি মূলত এমন এক রেখাচিহ্ন, যা ভারতশাসিত ভূখণ্ডকে চীনশাসিত ভূখণ্ড থেকে আলাদা করেছে। এক্ষেত্রে ভারত যদিও এলএসি ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ বলে দাবি করে, কিন্তু চীনের দাবি এটি ২,০০০ কিলোমিটার দীর্ঘ।

এই এলএসি তিনটি ভাগে বিভক্ত; প্রথমত : পূর্বাংশ - যার অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশ ও সিকিম। দ্বিতীয়ত : মধ্যাংশ - যার অন্তর্ভুক্ত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ এবং তৃতীয়ত : পশ্চিমাংশ - যার অন্তর্ভুক্ত লাদাখ।

উল্লেখ্য, ১৯৫৯ সালে ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে চীনা প্রধানমনন্ত্রী চৌ এন-লাইয়ের পাঠানো এক চিঠিতে প্রথম এ সীমারেখার কথা উল্লেখ করা হয়। যদিও সাধারণভাবে বলা হয়ে থাকে, চীন-ভারত যুদ্ধবিরতির মধ্য দিয়ে এ সীমারেখা প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রকৃতপক্ষে এ অঞ্চলগুলোই ছিলো সীমান্ত নিয়ে দেশ দুটির বিরোধের অন্যতম প্রধান কারণ, যা শেষ পর্যন্ত যুদ্ধে গড়ায়। বর্তমানে দুভাবে এলএসিকে ব্যাখ্যা করা হয়ে থাকে। সংক্ষেপে বললে, এ রেখাচিহ্ন শুধু পশ্চিমাংশ অর্থাৎ ভারতের লাদাখ ও চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতকেই উল্লেখ করে। অর্থাৎ, এর মধ্য দিয়ে পূর্বের বিরোধপূর্ণ অংশ (ভারতের জন্য ম্যাকমোহন লাইন এবং এ লাইনের কাছাকাছি চীনের সীমানা) এবং ছোট্ট একটি বিরোধহীন অঞ্চলের মাঝামাঝি অংশ নিয়েই এলএসি বা দুই দেশের কার্যকর সীমান্তরেখা। আর বড় পরিসরে এলএসি বলতে এর পশ্চিম ও পূর্বের সম্পূর্ণ অংশকেই বোঝায়, যার অর্থ এর পুরোটাই ভারত ও চীনের মধ্যকার কার্যকর সীমান্তরেখা।

তথ্যসূত্র :

https://en.wikipedia.org/wiki/Line_of_Actual_Control
https://www.nytimes.com/2020/06/16/world/asia/india-china-border.html
https://indianexpress.com/article/explained/line-of-actual-control-where-it-is-located-and-where-india-and-china-differ-6436436/