Media School

Dhaka    Friday, 19 April 2024

By সজীব সরকার

সংবাদ গণিত ও সংবাদ রসায়ন

Media School June 16, 2020

সংবাদের কিছু উপাদান একটি সংবাদের মূল্য নির্ধারণ করে থাকে। এসব উপাদানের গুরুত্বও অবশ্য সবসময় একই রকম হয় না।

কিছু বিষয় এখানে অঙ্কের সহজ-সাধারণ হিসাবেই চলে। যেমন :

১টি দুর্ঘটনা + ১টি মৃত্যু = সংবাদ

কিন্তু

১টি দুর্ঘটনা + ২টি মৃত্যু = আরো বড় সংবাদ

এটি হলো সংবাদ গণিত। আবার :

১টি দুর্ঘটনা + ১ জন মন্ত্রীর মৃত্যু = এর চেয়েও বড় সংবাদ

এখানে ১ জনের মৃত্যুর খবরের চেয়ে ২ জনের মৃত্যুর খবর বড়। কিন্তু খ্যাতি বা রাজনৈতিক গুরুত্ব ও প্রভাবের কারণে আবার ১ জন মন্ত্রীর মৃত্যুর খবর সাধারণ ২ জন মানুষের মৃত্যুর চেয়ে বড় খবর। এখানে গণিতের পাশাপাশি রয়েছে একটি রসায়নের হিসাব; খ্যাতি বা গুরুত্ব বা প্রভাব এখানে গণিতের (সংখ্যা) সঙ্গে ‘বিক্রিয়া’ করে ১ জন মন্ত্রীর মৃত্যুর খবরকে ২ জন সাধারণ মানুষের মৃত্যুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। অর্থাৎ রসায়ন হলো এমন একটি বিশেষ বৈশিষ্ট্য যা গণিতের হিসাবকে উপেক্ষা করে একটি সংবাদের ছোট সংখ্যাকে অপর একটি সংবাদের বড় সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। যেমন : কোনো একটি দেশে সড়ক দুর্ঘটনায় ১০ জন মারা গেলো; কিন্তু ওইদিনই যদি অন্য একটি দুর্ঘটনায় ওই দেশের প্রেসিডেন্ট বা সেনাপ্রধান বা জনপ্রিয় কোনো তারকার মৃত্যু হয়, তবে ওই ১০ জনের মৃত্যুর খবরের চেয়ে অপর ঘটনায় ১ জন মারা গেলেও সেটিই ওইদিন গণমাধ্যমের সবচেয়ে বড় সংবাদ হবে।