Media School

Dhaka    Saturday, 20 April 2024

By সজীব সরকার

সংবাদ চেতনা বা নিউজ সেন্স

Media School June 16, 2020

প্রতীকী ছবি

সাংবাদিকতায় ‘নিউজ সেন্স’ খুব বেশি ব্যবহৃত একটি কথা। এর মানে হলো সংবাদের গুরুত্ব ও গুণাগুণ বুঝতে পারা। এটি অনেক অভিজ্ঞতা থেকে অর্জিত হয়। একজন লেখক একবার লিখেছিলেন, কাঠ দেখে যেমন অভিজ্ঞ কাঠমিস্ত্রি বলে দিতে পারেন ওই কাঠের গুণাগুণ, সংবাদও তেমনি; অভিজ্ঞ হয়ে উঠলে একজন সাংবাদিকও একটি সংবাদ হাতে নিয়ে একবার চোখ বুলিয়েই সেটির মূল্যায়ন করতে পারেন।

উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০১১ সালে বাংলাদেশের একটি গ্রামে ডাকাত দলের সঙ্গে পুলিশের কয়েক সদস্য মিলে ডাকাতির একটি ঘটনা ঘটেছিল। স্থানীয়রা তাদের কয়েকজনকে ধাওয়া করে ও ডাকাতির কাজে পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করে। পরে গ্রামবাসী ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করে। দেশের প্রথম সারির একটি সংবাদপত্রের স্থানীয় প্রতিনিধি ওই ঘটনায় শুধু গ্রামবাসীর বিক্ষোভের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংবাদটি লিখে অফিসে পাঠান। বিক্ষোভের কারণ হিসেবে পুলিশের ডাকাতি করতে যাওয়ার বিষয়টি সংবাদে ছোট করে উল্লেখ করা হয়। এখানে উল্লেখ্য, ওই রিপোর্টার ঘটনাটির মূল অংশটি ও এর গুরুত্ব বুঝতে পারেননি; পুলিশ হচ্ছে নিরাপত্তার জন্যে মানুষের ভরসার স্থল, আর ডাকাতিকে অন্য অনেক বড় অপরাধের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় আইনে; আর সেই পুলিশই ডাকাতি করতে গিয়েছে।

কিন্তু সংবাদটি সম্পাদনার সময় সহ-সম্পাদক বিষয়টি বুঝতে পারেন ও সংবাদটি যথাযথভাবে উপস্থাপন করেন। তাই রিপোর্টারের চোখ এড়িয়ে গেলেও ছোট একটি সংবাদের ভেতর থেকে বড় সংবাদটি বের করে আনার ক্ষমতা একজন সহ-সম্পাদকের অবশ্যই থাকতে হবে। আর এ ক্ষমতা অর্জনের জন্যে বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তর জানা-শোনা, গভীর মনোযোগ ও অভিজ্ঞতা থাকা দরকার।