Media School

Dhaka    Thursday, 01 May 2025

By সজীব সরকার

সংবাদ হওয়ার শর্ত

Media School June 16, 2020

প্রতীকী ছবি

অনেকে মনে করেন, একটি ঘটনা বা তার বিবরণী সংবাদ হতে হলে তাকে অবশ্যই এই শর্তগুলো পূরণ করতে হবে :
 

  • এটি আগে কোথাও প্রকাশিত হয়নি
  • এ ঘটনা এই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছে
  • মানবজীবনের কোনো না কোনো ক্ষেত্রে এর প্রভাব রয়েছে
  • এ ঘটনা সম্পর্কে মানুষের জানার আগ্রহ রয়েছে
  • এ সংবাদ মানুষের জন্যে তথ্যবহুল বা শিক্ষণীয়
  • এই ঘটনার বিবরণী সংক্ষিপ্ত, সুবিন্যস্ত ও নির্ভুল