Media School

Dhaka    Tuesday, 23 April 2024

By সজীব সরকার

সংবাদের উপাদান

Media School June 16, 2020

প্রতীকী ছবি

সংবাদের উপাদান বলতে কিছু বিশেষ শর্ত বা বিষয়কে বোঝায় যেগুলোর কারণে একটি ঘটনা সংবাদ হয়ে ওঠে। অর্থাৎ কিছু উপাদান রয়েছে যেগুলো থাকলে একটি তথ্য গণমাধ্যমে সংবাদ হয়ে উঠতে পারে।

একটি ঘটনা সংবাদ হতে হলে এই উপাদানগুলোর এক বা একাধিক তার মধ্যে থাকতে হবে :

  • সময়োপযোগিতা (immediacy বা timeliness) : সময়ের সংবাদ সময়েই প্রকাশ করতে হবে; অর্থাৎ একটি ঘটনা ঘটার পর দ্রুততম সময়ের মধ্যে এটি প্রচার বা প্রকাশ করাই সময়োপযোগিতা রক্ষা করা। সময় চলে গেলে একটি সংবাদ প্রচার বা প্রকাশের অনুপযোগী হয়ে পড়ে। শনিবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলে শনিবারই সে খবর দিতে হবে; রবি, সোম কিংবা মঙ্গলবার ওই খবরের আর কোনো উপযোগিতা থাকে না। বলাই হয়ে থাকে, সংবাদ একটি অত্যন্ত দ্রুত পঁচনশীল পণ্য (News is a very perishable item.)| এক মুহূর্তের খবর পরের মুহূর্তেই পুরোনো হয়ে গিয়ে গুরুত্ব হারিয়ে ফেলছে। বিশেষ করে অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় যখন প্রতি মুহূর্তেই নতুন খবর দেয়া যাচ্ছে, তখন প্রিন্ট মিডিয়াতেও এ প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। অনেকেই বলেন, সংবাদপত্র আজকাল মামুলি খবরের উৎস (source of stale news) হয়ে দাঁড়িয়েছে; ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কারণে মানুষ আগে থেকেই সব তথ্য জেনে যাচ্ছে যা সংবাদপত্রগুলো একদিন পর প্রকাশ করে। এ কারণে প্রিন্ট মিডিয়াগুলোরও বর্তমানে অনলাইন সংস্করণ রয়েছে।
  • অপরাধ (crime) : যে-কোনো অপরাধের তথ্য গণমাধ্যমে সংবাদ হয়; চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, ধর্ষণ, প্রতারণা... এমন সব অপরাধের ঘটনাই গণমাধ্যমগুলো প্রকাশ করে থাকে। সংবাদমাধ্যমগুলোতে প্রতিদিন যতোগুলো সংবাদ প্রকাশিত বা প্রচারিত হয়, এর বড় একটি অংশই অপরাধ বিষয়ক। অপরাধ হলো ‘খারাপ’ ঘটনা যা স্বাভাবিক পরিস্থিতিতে সমাজে কারো দ্বারা প্রত্যাশিত নয়। কিন্তু এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এসব ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই মানুষের তা জানার আগ্রহও বেশি থাকে কেননা জনজীবনে এর বিরূপ প্রভাব পড়ে। এজন্যেই সাংবাদিকতায় একটি কথা প্রচলিত রয়েছে : ‘Bad news is ‘good news’; উল্লেখ্য, ‘good news’ কথাটি এখানে ‘বড় খবর’ অর্থে ব্যবহৃত হয়েছে।
  • অর্থ (money) : কখনো কখনো অর্থ বা টাকা-পয়সাও সংবাদ তৈরি করতে পারে। হঠাৎ লটারিতে বড় অঙ্কের টাকা জেতা বা হঠাৎ অনেক টাকা হারানোর ঘটনা সংবাদ হয়। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে অর্থ চুরির ঘটনা তাই অনেকদিন ধরে গণমাধ্যমে বড় খবর হয়েছে।
  • ক্ষমতা (power) : ক্ষমতা প্রায়ই সংবাদ তৈরি করে। এ ক্ষমতা রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক বা অন্য যে-কোনো উপায়ে হতে পারে। এ ধরনের ক্ষমতাসম্পন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ছোট ঘটনাও কখনো কখনো বড় সংবাদ তৈরি করে; ট্রাম্প-পুতিন বৈঠক এ কারণেই খবর হয়।
  • যৌনতা (sex) : যৌনতা বা এ ধরনের কোনো ঘটনা-রটনা সবসময়ই মানুষের আগ্রহ ও আকর্ষণের কেন্দ্রে থাকে। সমাজে যৌনতা সম্পর্কিত কোনো অপরাধ বা এ ধরনের ঘটনা ঘটলে সংবাদমাধ্যমগুলোকে বেশ তৎপর হয়ে উঠতে দেখা যায়। এর কারণ হলো, সংবাদমাধ্যমগুলো সবসময় সাধারণ পাঠকের কৌতহল মেটাবার চেষ্টা করে। এখানে উল্লেখ্য, এ ধরনের বিষয় এমনিই পাঠকের আগ্রহের কেন্দ্রে থাকে। আর এ ধরনের ঘটনায় যদি নামী-দামী কোনো ব্যক্তি জড়িত থাকেন, তবে ওই সংবাদের গুরুত্ব আরো অনেক বেশি হয়। যেমন : ক্লিনটন-মনিকার স্ক্যান্ডাল সারা পৃথিবীতে বেশ আলোচিত হয়েছে। প্রিন্সেস ডায়ানার মৃত্যুর কিছুদিন আগে থেকে মৃত্যুর পর কিছুদিন তাঁর সঙ্গে সৌদি ধনকুবের, পারিবারিক পাচকসহ আরো দু-একজনের ‘যৌন সম্পর্কের’ বিষয়টি জানতে মানুষের যতোটা আগ্রহ দেখা গেছে, সাধারণ ও অপরিচিত মানুষের ক্ষেত্রে এমনটি ঘটলে তা নিয়ে এতোটা ব্যাপক আকারে আলোচনা বা আগ্রহ তৈরি হয় না।
  • নৈকট্য (proximity) : একটি ঘটনা পাঠকের অবস্থান থেকে কতোটা কাছে বা দূরে ঘটেছে, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাঠকের অবস্থান থেকে খুব কাছের ছোট একটি ঘটনাও দূরের বড় একটি ঘটনা থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের মানুষের কাছে চট্টগ্রামে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর মরিশাসে ৩০ জনের মৃত্যুর খবরের চেয়ে বড়। এই নৈকট্য ২ ধরনের হতে পারে : ভৌগোলিক (geographical) ও মানসিক (psychological)। উগান্ডায় নতুন বিনোদন কেন্দ্র উদ্বোধনের চেয়ে কুয়াকাটায় নতুন বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠার খবর বাংলাদেশের পাঠককে বেশি আকৃষ্ট করবে। এখানে ভৌগোলিক নৈকট্য বা দূরত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ। আবার উগান্ডায় প্রতিষ্ঠিত বিনোদন কেন্দ্রে যদি বাংলাদেশের ১০০ জন ব্যক্তির কর্মসংস্থান হয় তাহলে সেটি এদেশের মানুষকে আকৃষ্ট করবে। এখানে মানসিক নৈকট্যের বিষয়টি কাজ করে। এ কারণেই মালয়েশিয়া বা সৌদি আরবে কর্মরত কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা এ দেশের গণমাধ্যমে বড় খবর হয়।
  • দ্বন্দ্ব (conflict) : দ্বন্দ্ব সবসময়ই খবরের গুরুত্বপূর্ণ একটি জায়গা দখল করে থাকে। এ দ্বন্দ্ব অনেক ধরনের হতে পারে। আওয়ামী লীগ-বিএনপি, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক, জঙ্গি হামলা, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বা আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ... এগুলোতে দ্বদ্ব বিদ্যমান; আর তাই এগুলো গণমাধ্যমের খবর হয়।
  • যুদ্ধ (war) : দ্বন্দ্ব অনেক সময় যুদ্ধে গড়ায়। এখনকার দিনে যুদ্ধ একটি বড় খবর। আফগানিস্তানে হামলা, ইরাকে হামলা, ইরানে হামলার আশঙ্কা, ন্যাটো-তালেবান বাহিনীর যুদ্ধ... এমন যুদ্ধ ও যুদ্ধাবস্থা সবসময়ই অনেক বড় খবর। কেননা এসব ঘটনার প্রভাব গোটা বিশ্ববাসীর জীবনের ওপর পড়ে।
  • পরিণাম (consequence) : কোনো ঘটনার পরিণাম বা পরিণতি কী হতে যাচ্ছে, এর ওপরও নির্ভর করে কোনো একটি ঘটনা সংবাদ হবে কি না। যেমন : যুক্তরাষ্ট্রে ড্রাইভিং লাইসেন্স প্রদানে নিয়ম-কানুনে আরো কড়াকড়ি আরোপ করা হলে স্বাভাবিকভাবে সেটি বাংলাদেশের জন্যে খবর হওয়ার কথা নয়। কিন্তু ওই কড়াকড়ির ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের যদি চাকরিচ্যুত হতে হয়, তাহলে বাংলাদেশের জন্যে সেটি অবশ্যই বড় একটি সংবাদ। আবার, রাজনৈতিক প্রভাবে সন্ত্রাসীদের সাজা মওকুফ বা জামিনে মুক্তির ঘটনা বাংলাদেশে খুব সাধারণ একটি ব্যাপার। কিন্তু এভাবে একটি নির্দিষ্ট সময়ে একের পর এক সন্ত্রাসীদের মুক্তি বা জামিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর কী ধরনের চাপ তৈরি করার আশঙ্কা রয়েছে, সে দিকটি বিবেচনা করলে এটি অনেক বড় একটি সংবাদ হতে পারে।
  • মানবিক আবেদন বা আবেগ (human interest ev emotion) : কোনো ঘটনায় বা সংবাদে যদি সাধারণ বিষয়গুলোর পাশাপাশি আলাদা কোনো বিশেষ দিক থাকে যা মানুষের আবেগকে স্পর্শ করবে, তাহলে ওই সংবাদের গুরুত্ব অনেক বেড়ে যায়। যেমন : সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা বাংলাদেশে প্রতিদিনের সংবাদ। কিন্তু একই পরিবারের একাধিক বা সব সদস্যের মৃত্যু বা বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নবদম্পতির মৃত্যুর ঘটনা মানুষের আবেগকে ছুঁয়ে যায়, তাদের হƒদয়কে নাড়া দেয়। নবজাত শিশুকে ময়লার স্তূপে ফেলে যাওয়া বা পানিতে ফেলে হত্যা কিংবা শিশু নির্যাতনের ঘটনা মানুষের মনকে বাড়তি পীড়া দেয়, তাদের মর্মকে স্পর্শ করে। তাই এ ধরনের কোনো ঘটনা ঘটলে সেই সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব দিয়ে এবং একটু ভিন্ন ভাষা ও কাঠামোয় উপস্থাপন করা হয়। আরো উদাহরণ টানা যেতে পারে : স্বামীর ইচ্ছের বিরুদ্ধে পড়াশোনা চালিয়ে যাওয়ার ‘অপরাধে’ নরসিংদীর মেয়ে জুঁইয়ের হাতের আঙুল কেটে দেয়া হয়েছিল। এই ঘটনাটির মধ্যে মানবিক আবেদন ছিল। আবার দৃঢ়চেতা সেই মেয়েটিই ২০১২ সালে ‘এ’ গ্রেড পেয়ে এইচএসসি পাস করে। তখন সেটিও মানবিক আবেদনসম্পন্ন একটি সংবাদ হয়েছে।
  • অদ্ভুত কিছু (oddity) বা অস্বাভাবিকতা (unusualness) : যা সাধারণত হয় না বা হওয়ার কথা নয় বা যা পাঠকের দৃষ্টিতে অদ্ভুত বা অস্বাভাবিক, এমন কিছু ঘটলে তা সংবাদ হয়। যেমন : বাংলাদেশে ২০০৮ সালে ও ২০১৫ সালে দুই মাথা নিয়ে জন্মানো শিশুর সংবাদ পাওয়া যায়। এ খবর পেয়ে উৎসুক জনতা তাদের দেখতে হুমড়ি খেয়ে পড়ে। এ ধরনের ঘটনা কেউ আগে থেকে অনুমান করতে পারে না; এমন ঘটনা কেবল ঘটার পরই জানতে পারা যায়। এখানে উল্লেখ করা যেতে পারে, দুটি ঘটনাতেই জন্মের পর কম সময়ের মধ্যেই ওই শিশুরা মারা যায়; তখন তাদের নিয়ে আবার সংবাদ হয় যেখানে সংবাদের ‘মানবিক আবেদন’ উপাদানটিও ছিল।
  • নাম (name) ও খ্যাতি (fame) : অনেক সময় অন্য কোনো নতুন ঘটনা না থাকলেও কারো শুধু নাম বা খ্যাতিই সংবাদ তৈরির জন্যে যথেষ্ট। যতো সাধারণ বা তুচ্ছ ঘটনাই হোক, শুধু নামী অর্থাৎ খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই সেটি বড় খবর হয়ে ওঠে। যেমন : মিডিয়া তারকা কিম কারদাশিয়ান সমুদ্র¯œানে গেলে এমনকি ঘরের কাছেই শপিংয়ে গেলেও বিশ্বের বড় বড় গণমাধ্যম সেটিকে ফলাও করে প্রচার করতে থাকে। ‘ব্রিটিশ রাজবধূ’ মেগান মারকেল কোথাও বেড়াতে গেলে তা নিয়ে অসংখ্য সংবাদ তো হয়ই, কেবল তার পোশাকের নকশা বা রং নিয়েও আলাদা সংবাদ দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের বড় সংবাদমাধ্যমগুলোতে। ২০১৮ সালের মে মাসে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া বাংলাদেশে আসেন; ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসেবে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন। এ ঘটনার গুরুত্ব গণমাধ্যমে বাড়তি ছিলো কেবল প্রিয়াঙ্কা চোপড়ার তারকাখ্যাতির জন্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা ফার্স্ট লেডি, রোমের পোপ, বিল গেটস, জয়া আহসান, মাশরাফি বা সাকিব- প্রত্যেকেই অনেক সময় কেবল নাম বা খ্যাতির কারণেই অনেক ছোট ইস্যুতেও গণমাধ্যমের খবর হয়ে ওঠেন। কেননা এমন ব্যক্তিদের ব্যাপারে সাধারণ মানুষের প্রবল আগ্রহ থাকে।
  • বিস্তৃতি বা ব্যাপ্তি (magnitude) : কোনো ঘটনার প্রভাবের বিস্তৃতি বা ব্যাপ্তি যদি অনেক ব্যাপক হয়, তবে তা সংবাদ হতে পারে। যেমন : কোনো এক সপ্তাহে দু-একদিন ১ ঘণ্টার অল্প বৃষ্টি কোনো সংবাদ তৈরি করবে না কেননা জনজীবনে এর তেমন কোনো প্রভাব থাকার কথা নয়। কিন্তু যদি পুরো এক সপ্তাহ সারা দিন ধরে ভারি বৃষ্টি হতে থাকে তাহলে তা সংবাদ হবে। কেননা এ ধরনের বৃষ্টি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে; এমন বৃষ্টিতে রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগের সৃষ্টি হয় এমনকি বন্যার আশঙ্কা থাকে। তাই কোনো এলাকায় একদিন ১ ঘণ্টা লোডশেডিংয়ের তথ্য পত্রিকায় ছাপা হয় না কিন্তু সেখানে যদি টানা ১০ দিন লোডশেডিং থাকে তবে এই ঘটনার ব্যাপ্তি একে অনেক বড় সংবাদ করে তুলবে। ২০১৩ সালে সাভারের ‘রানা প্লাজা’ ভেঙ্গে পড়লে ১,১৩৬ জন নিহত ও ১,১৬৯ জন আহত হয়; এই ঘটনার ব্যাপকতা অনেক বেশি হওয়ায় সারা বিশ্বের গণমাধ্যমে এর সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
  • তাৎপর্য (significance) : নিছক সাধারণ একটি ঘটনার পেছনে অনেক সময় বড় তাৎপর্য লুকিয়ে থাকে। মন্ত্রিসভায় রদবদল হওয়ার ঘটনা স্বাভাবিকের চেয়ে আরো অনেক বড় হয়ে উঠতে পারে যদি ওই রদবদলের পেছনে অনেক বড় কোনো ঘটনা থাকে। রদবদলের কারণে যদি পুরো মন্ত্রিসভার পদত্যাগ বা বিদ্রোহের আশঙ্কা থাকে, তাহলে এ সংবাদের গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ।
  • জেন্ডার (gender) : জেন্ডার অর্থাৎ সামাজিক লিঙ্গীয় পরিচয় অনেক সময় অনেক বড় সংবাদ হয়ে উঠতে পারে। সমাজে জেন্ডারভিত্তিক কিছু প্রথাগত (stereotyped) ও ভ্রান্ত ধারণা প্রচলিত থাকে; এর ব্যত্যয় ঘটলে সেটিও বড় সংবাদ হয়ে উঠতে পারে। এ কারণেই কোনো নারীর মহাশূন্যে যাত্রা বা কোনো পুরুষের কৃত্রিম উপায়ে গর্ভধারণের মতো বিষয় সংবাদ হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের নারী উপাচার্য বা সংসদের নারী স্পিকার তাই সংবাদ হন।
  • উন্নতি (progress) : আগের অবস্থা থেকে উত্তরণ ঘটলে সেটিও খবর হতে পারে। শেয়ারবাজারে সূচকের উন্নতি, ব্যবসায় উন্নতি, শিক্ষাব্যবস্থায় উন্নতি, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে উন্নতি, জিডিপির উন্নতি ইত্যাদি বিষয় অনেক সময় বড় খবর হয়।
  • দুর্যোগ (disaster) : যে-কোনো দুর্যোগ যা ব্যাপক মাত্রায় জনজীবনের ক্ষয়ক্ষতির কারণ হয় তা সংবাদ হয়। সুনামি, আইলা, সিডর, নার্গিস, তিতলি- এ ধরনের দুর্যোগ তাই বড় সংবাদ হয়।
  • আবিষ্কার (discovery) বা উদ্ভাবন (innovation) : নতুন কোনো আবিষ্কার বা উদ্ভাবনও সংবাদ তৈরি করে। কোনো রোগের কারণ বা প্রতিষেধক আবিষ্কার কিংবা বিদ্যুত বা গ্যাস উৎপাদনের জন্যে যদি নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়, তবে তা অবশ্যই সংবাদ হবে। ধান বা পাটের নতুন জাত উদ্ভাবন বা জেনোম আবিষ্কারের ঘটনা তাই সংবাদ হয়।
  • পরিবর্তন (change) : প্রচলিত বা বিদ্যমান ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন সংবাদ হতে পারে। প্রত্যন্ত একটি গ্রামের নাম না জানা একটি স্কুলের প্রধান শিক্ষকের পদে পরিবর্তন সাধারণত কোনো সংবাদ তৈরি করে না; তবে শিক্ষামন্ত্রীর পদে পরিবর্তন ঘটলে তা অনেক বড় সংবাদ হয়। এভাবে পরিবর্তনের ক্ষেত্র এবং এর পরিধি ও প্রভাব অনুযায়ী কোনো পরিবর্তন সংবাদ হয় অথবা হয় না। নির্বাচনের পর সরকার বদল হলে তাই সেটি বড় খবর হয়।
  • হাস্যরস (humor) : নানা জটিলতায় আবদ্ধ জীবনে সামান্য হাস্যরসও মানুষকে আকৃষ্ট করে। ব্যাপ্তি বেশি হলে সেই হাস্যরস অনেক সময় সংবাদ হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী যদি সংসদে বক্তব্য দেওয়ার সময় কৌতুক বলেন বা সবার সঙ্গে প্রাণ খুলে হাস্য-কৌতুকে মেতে ওঠেন, তবে সেটি আলাদা করে সংবাদ হয়। অনেক সময় দৈনন্দিন জীবন-যাপনে, রাস্তায় হাঁটা-চলার সময়ও হাসির উদ্রেক করে বা মজাদার- এমন কোনো ঘটনা ঘটলে সেটিও সংবাদ হতে পারে। অনেক সময় চিড়িয়াখানায় কোনো দর্শনার্থীর হাত থেকে বানরের খাবার টেনে নিয়ে যাওয়া বা অতিরিক্ত মালামাল বোঝাই হয়ে রাস্তায় চালকসহ একটি ভ্যানের সামনের অংশ ওপরে উঠে যাওয়ার দৃশ্য একেবারে অচেনা নয়। এ ধরনের ঘটনার ছবি অনেক সময় সংবাদপত্রের পাতায় স্থান করে নেয়।
  • বৈচিত্র্য (variety) : একই গাছে একাধিক রঙ্গের ফুল ফোটার ঘটনা সংবাদপত্রের পাতায় উঠে আসার উদাহরণ অনেক। এমন বিচিত্র অনেককিছুই অনেক সময় সংবাদ হয়।
  • সংখ্যা (number) : সংখ্যা কখনো কখনো বড় সংবাদ তৈরি করতে পারে। যেমন : সারা দেশে প্রতিদিন ছিনতাইয়ের অসংখ্য ঘটনা ঘটে। কিন্তু কোনো একটি ঘটনায় যদি ১০ কোটি টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে, তবে এটি সাধারণ ছিনতাইয়ের তুলনায় অনেক বড় সংবাদ। কোনো কারখানায় ১ জন শ্রমিকের চাকুরিচ্যুতি সংবাদ তৈরি করে না; কিন্তু একই কারখানায় যদি একসঙ্গে ১০০ জনকে ছাঁটাই করা হয় তবে তা সংবাদ হয়।
  • আকার (size) : কোনো কিছুর আকার অনেক সময় সংবাদ তৈরি করে। চাষির গাছে ১০ কেজি ওজনের আম, ৩০০ কেজি ওজনের মানুষ, ২ ইঞ্চি আকারের বানর-এ ধরনের ঘটনা সংবাদমাধ্যমে স্থান পায়। এগুলো সম্পর্কে মানুষ পড়তে চায়, জানতে চায়; এ ধরনের ঘটনা থেকে মানুষ আলাদা ধরনের বিনোদন পায়। বৃহত্তম সেতু, বৃহত্তম পার্ক, বিশ্বের সবচেয়ে বড় কেক-এ ধরনের ঘটনার সংবাদ প্রায়ই গণমাধ্যমে দেখা যায়। তাই ‘কুশিয়ারায় ধরা পড়ল ১৮০ কেজি ওজনের বাঘাইড়’- এটি পত্রিকায় শিরোনাম হয়।
  • নতুনত্ব (newness) : ২০১৪ সালে সংবাদপত্রে প্রকাশিত এক খবরে মাগুরার এক গ্রামের একজন কৃষকের কথা জানা যায়; গরুর বদলে তিনি মোটর সাইকেল দিয়ে হাল-চাষের কাজ করেন। গরু দিয়ে হাল-চাষ করার মধ্যে নতুন কিছু নেই। কিন্তু যেখানে গরু নেই সেখানে কেউ যদি মোটর সাইকেল ব্যবহার করে হাল টানার কাজে, সেটি অভিনব এবং ব্যাপারটিতে নতুনত্বও আছে। প্রচার পেলে এটিই হয়তো এ কাজে সহজ ও বিকল্প প্রযুক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যেতে পারে। তাই ওই ঘটনাটি পত্রিকার খবর হয়েছিলো।
  • অনন্য প্রতিভা (rare talent বা genius) : পত্রিকায় কখনো কখনো এমন খবর প্রকাশিত হয়, যেখানে দেখা যায় হাত না থাকা কোনো শিক্ষার্থী পায়ে কলম ধরে লিখে পরীক্ষায় ভালো ফল করে। ৬ বছরের শিশু কম্পিউটার প্রোগ্রামার বা ৪ বছরের শিশু বেহালাবাদক- এ ধরনের সংবাদ অহরহই গণমাধ্যমে প্রকাশিত হয়।
  • চমৎকারিত্ব (novelty) : চমৎকারিত্ব বা অভিনবত্ব হলো এমনকিছু যা সচরাচর ঘটে না, কিন্তু ঘটলে মানুষ বিস্মিত বা পুলকিত হয়। কারো বাগানে বিরল প্রজাতির ফুল ফোটা বা উইল করে পোষা প্রাণীকে বড় অঙ্কের অর্থ দান এ ধরনের ঘটনা প্রায়ই পত্রিকার পাতায় উঠে আসে।
  • ইতিহাস বা অতীত (history) : অতীতের কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো বস্তু বা স্থান, ইতিহাস-ঐতিহ্যের অংশ কোনো বিষয় অনেক সময় সময়ের সঙ্গে আবর্তিত হয়ে বার বার সংবাদমাধ্যমে স্থান করে নেয়। ফেব্রæয়ারি, মার্চ, আগস্ট বা ডিসেম্বর মাসে তাই ঐতিহাসিক নানা দিনের নানা ঘটনা প্রতি বছর নতুন করে গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়।
  • চরম বা পরম মাত্রা (extreme বা superlative) : সবচেয়ে কম বা বেশি কিংবা সর্বোচ্চ অথবা সর্বনিম্ন এ ধরনের কোনো বৈশিষ্ট্য থাকলে তা সংবাদ হতে পারে। যেমন : বছরের সবচেয়ে বেশি উষ্ণ দিন বা সর্বনিম্ন তাপমাত্রা, সর্বোচ্চ ভবনএগুলো প্রায়ই সংবাদ হয়। এ কারণে পত্রিকায় সংবাদ দেখা যায় : ‘বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য উদ্বোধন হচ্ছে ভারতে’।
  • কর্ম (action) : কিছু কাজ অনেক সময় সংবাদের উপাদান হয়ে দাঁড়ায়। যেমন : সাইকেলে চড়ে বিশ্বভ্রমণ, পায়ে হেঁটে দেশের সব জেলায় ভ্রমণ, একক উদ্যোগে বনায়ন ইত্যাদি ঘটনা সংবাদ তৈরি করে।
  • রহস্য (suspense) : ২০১২ সালে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাÐের পর অনেকদিন ধরে পাঠক উৎসুক ছিল; প্রতিদিনই অপেক্ষা করেছে তারা, এই হত্যারহস্যের জট খুলবে। কিন্তু এ ঘটনার এখনো কোনো সুরাহা হয়নি। এসব ক্ষেত্রে পাঠকেরা অনেকসময় দীর্ঘদিন ধরেও অপেক্ষা করে থাকে। এখন বা আরো অনেক বছর পরও যদি এই রহস্য উন্মোচিত হয়, তবে তখনও পাঠক তা অধীর আগ্রহ নিয়ে পড়বে। এ ধরনের রহস্য সবসময়ই পাঠককে আকৃষ্ট করে বলে তা সংবাদের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

এ ছাড়াও ক্ষেত্রবিশেষে সংবাদে অন্য কোনো উপাদানও থাকতে পারে। তবে এগুলোই সাধারণত সবচেয়ে বেশি দেখা যায়।