Media School

Dhaka    Saturday, 27 April 2024

By সজীব সরকার

সংবাদের নানা অংশ

Media School June 16, 2020

প্রতীকী ছবি

সংবাদের নানা অংশ থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত ও অপরিহার্য অংশগুলোর মধ্যে রয়েছে :

হেডলাইন (headline or hed) বা শিরোনাম : সংবাদের ওপর অল্প কথায় সংবাদটির পরিচিতি। এই অংশটুকু পড়লে সংবাদটি কী বিষয়ে, তার একটি ধারণা পাওয়া যায় এবং সংবাদের মূল তথ্যটি জানা যায়।

কিকার (kicker): সংবাদের মূল শিরোনামের ওপরে আরো কম কথায় ও সাধারণত অপেক্ষাকৃত ছোট হরফে লেখা বাড়তি তথ্য। কোথাও কোথাও সংবাদের শেষ অনুচ্ছেদটিকেও কিকার বলার চল রয়েছে। দেশভেদে অনেক সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে কিকারের পরিবর্তে subhead, standfirst, rider, dek, deck-এই শব্দগুলোও ব্যবহার করা হয়।

সাব-হেড (sub-head): কখনো কখনো কোনো ঘটনার বিভিন্ন দিক থাকে। সেগুলো আলাদা করে একাধিক অনুচ্ছেদে উপস্থাপন করা হয়। মূল সংবাদের ভেতর ওই নতুন অনুচ্ছেদের একটি আলাদা শিরোনাম থাকে যার দ্বারা ওই অনুচ্ছেদে কী বিষয়ে আলোচনা বা তথ্য রয়েছে তার ধারণা পাওয়া যায়। এগুলোই সাব-হেড।

বিলবোর্ড (billboard): অনেক সময় মূল সংবাদের পাশাপাশি ওই সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনা আলাদা করে ছোট একটি সংবাদ (sidebar) হিসেবে প্রকাশিত হয়। এটিই মূল সংবাদের বিলবোর্ড। তবে আলাদা সংবাদ হিসেবে না ছেপে অনেক সময় একটি সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য বা কারো কোনো বক্তব্য বা উক্তি অল্প কথায় একটি টেক্সট বক্স বা ইলাস্ট্রেশনের মধ্যেও তুলে ধরা হয়। সেক্ষেত্রে ওই টেক্সট বক্স বা ইলাস্ট্রেশনটিই ওই সংবাদের বিলবোর্ড।

ইন্ট্রো (intro) বা লিড (lead or lede): সংবাদের প্রথম অনুচ্ছেদ যেখানে পুরো সংবাদটি সংক্ষেপে তুলে ধরা হয়। ‘ষড়-ক’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখানে অল্প কথায় তুলে ধরা হয়। সম্পূর্ণ সংবাদের সার-সংক্ষেপ হিসেবে লেখা এই অংশটিকে বলা হয় ‘সংবাদ সূচনা’। লিড প্রসঙ্গে আরেকটি তথ্য এখানে উল্লেখ করা যায়; বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়, পুরো সংবাদের একটি সংক্ষিপ্ত চিত্র লিড-এর মাধ্যমে পাঠককে শুরুতেই জানিয়ে দিতে হবে। কিন্তু বিশেষ কোনো ঘটনার ক্ষেত্রে দেখা যায়, লিড-এ সংবাদের সার-সংক্ষেপ না দিয়ে সংবাদের বিস্তারিত বর্ণনা পর্যায়ক্রমিকভাবে উপস্থাপন করা হয়। বিশেষ প্রয়োজনে সার-সংক্ষেপ ধরনের লিড ব্যবহার না করার এই চর্চাকে ‘bury the lead’ বলা হয়।

নাটশেল প্যারাগ্রাফ (nutshell paragraph) বা নাট গ্রাফ (nut graph or nutgraph or nut graf or nutgraf): ছোট একটি অনুচ্ছেদ যেখানে সংবাদের গুরুত্বপূর্ণ একটি বিশেষ দিক বা দৃষ্টিকোণ তুলে ধরা হয়।

অনুচ্ছেদ (paragraph): এক বা একাধিক বাক্যের মাধ্যমে গঠিত সংবাদের একেকটি অংশ।

বাইলাইন (byline): একটি সংবাদে রিপোর্টারের নামের উল্লেখ থাকলে সেটিকে বাইলাইন (byline) এবং ওই সংবাদটিকে বাইলাইন স্টোরি (byline story) বলা হয়।

ডেটলাইন (dateline): একটি সংবাদ কোথা থেকে ও কখন লিখে পাঠানো হয়েছে, সংবাদের একেবারে ওপরে বা শুরুতে অথবা নিচে বা শেষে সে তথ্য থাকলে সেটিকে ডেটলাইন বলে। সংবাদপত্রে সাধারণত ডেটলাইন সে অর্থে থাকে না; মূলত সংবাদ সংস্থাগুলোই (news agencies) ডেটলাইন ব্যবহার করে থাকে।