Media School

Dhaka    Thursday, 01 May 2025

By সজীব সরকার

সংবাদের ‘ষড়-ক’

Media School June 16, 2020

প্রতীকী ছবি

সংবাদের বিশেষত্ব হলো, কোনো ঘটনার প্রতিবেদনে এই ৬টি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করা হয় :

১. কে (who), ২. কী (what), ৩. কখন (when), ৪. কেন (why), ৫. কোথায় (where), ৬. কীভাবে (how)

'ক' বর্ণ দিয়ে প্রকাশিত এই ৬টি প্রশ্নকে সাংবাদিকতায় 'ষড়-ক' বলা হয়।

যখন কোনো ঘটনা ঘটে, তখন পাঠক ওই ঘটনা সম্পর্কে এই ৬টি প্রশ্ন করে এবং এর উত্তর খোঁজে। এই ৬টির বাইরে আর ৭ম কোনো প্রশ্ন হয় না; তাই এই প্রশ্নগুলোর উত্তর পেলে পাঠকের আর কোনোকিছুই জানার বাকি থাকে না। একজন সাংবাদিক তাই কোনো ঘটনার প্রতিবেদন লেখার সময় এই ৬টি প্রশ্নেরই উত্তর সুস্পষ্টভাবে দেয়ার চেষ্টা করবেন।

অবশ্য সব ঘটনায় যে এই ৬টি প্রশ্নের প্রসঙ্গ থাকবেই, তা নয়; ছোট কোনো ঘটনায় আরো কম প্রসঙ্গও থাকতে পারে। তবে একটি ঘটনা যতো বড়ই হোক, তাতে সর্বোচ্চ এই ৬টি প্রসঙ্গ বা প্রশ্ন থাকা সম্ভব। তাই ঘটনা অনুযায়ী ভালো করে খুঁজে দেখতে হবে এতে পাঠক কোন প্রশ্নগুলোর উত্তর চাইবে; সে অনুযায়ী প্রাসঙ্গিক প্রতিটি প্রশ্নের উত্তর ওই ঘটনার প্রতিবেদনে থাকতে হবে।