Media School

Dhaka    Wednesday, 24 April 2024

By সজীব সরকার

সম্পাদকীয়-এর বৈশিষ্ট্য

Media School July 22, 2020

প্রতীকী ছবি

সম্পাদকীয়র বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো :

 

  • সম্পাদকীয় হলো আকারে ছোট একটি বিশেষ রচনা। একটি সংবাদপত্রের সম্পাদক বা সম্পাদক কর্তৃক মনোনীত বা দায়িত্বপ্রাপ্ত এক বা একাধিক ব্যক্তি প্রতিদিনের সংবাদ কাহিনীগুলো থেকে বিশেষ দু-একটি ঘটনা বাছাই করে ঘটনাটির ব্যাপারে ওই সংবাদপত্রের মনোভাব ও অবস্থান সম্পাদকীয়তে ব্যাখ্যা করে থাকেন। সম্পাদকীয় লেখার জন্যে পত্রিকায় সাধারণত একটি ‘সম্পাদকীয় বিভাগ’ থাকে।
  • সম্পাদকীয় এমন একটি রচনা যা একটি বৃহৎ পাঠকগোষ্ঠীকে কোনো একটি ঘটনা বা ইস্যু সম্পর্কে সুনির্দিষ্ট একটি অবস্থানের দিকে পরিচালিত বা প্রভাবিত করার উদ্দেশ্যে লেখা হয়।
  • তথ্য দেয়া, প্রভাবিত করা, কোনো ইস্যুর পক্ষে বা বিপক্ষে জনমত গড়ে তোলা, কোনো বিষয়ের সমালোচনা বা বিনোদন - যে-কোনো উদ্দেশ্যে সম্পাদকীয় লেখা যেতে পারে।