Media School

Dhaka    Saturday, 27 April 2024

By সজীব সরকার

সম্পাদকীয়তে যা থাকতে হবে বা সম্পাদকীয় লেখার চেকলিস্ট

Media School July 22, 2020

প্রতীকী ছবি

একটি সম্পাদকীয়কে কার্যকর, গুরুত্বপূর্ণ, সুলিখিত ও সুপাঠ্য করে তুলতে হলে সম্পাদকীয় লেখার সময় এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার :

 

  • কাঠামোগতভাবে একটি সম্পাদকীয় সূচনা, বডি ও উপসংহার - এই তিনটি অংশে বিভক্ত থাকবে
  • প্রামাণ্য ইস্যুর ওপর একটি নির্মোহ ও বস্তুনিষ্ঠ ব্যাখ্যা ও বিশ্লেষণ এতে থাকবে
  • সম্পাদকীয় যে বিষয়ে লেখা হচ্ছে, সময়ের সঙ্গে তার প্রাসঙ্গিকতা বা সময়োপযোগিতা থাকা চাই
  • সম্পাদকীয়তে আলোচ্য ইস্যুতে যে ব্যাখ্যা দেয়া হচ্ছে বা যে পক্ষ নেয়া হচ্ছে, তার সম্ভাব্য বিরোধিতার কারণ বা বিপরীত অবস্থানের উল্লেখ ও তার প্রত্যুত্তর থাকা দরকার
  • পুরো সম্পাদকীয়তে যে সমস্যার কথা বলা হলো, তার একটি অর্থবহ ও দিক-নির্দেশনামূলক সমাধান থাকতে হবে
  • সম্পাদকীয়র লেখক নিজের অভিজ্ঞতা ও বিশ্বাস থেকে যে সমাধান প্রস্তাব করবেন, তার বাইরেও বিকল্প হিসেবে এক বা একাধিক সমাধানের প্রস্তাব থাকবে
  • বক্তব্যের পেশাদারি উপস্থাপন থাকতে হবে; একটি পেশাদার অর্থাৎ বস্তুনিষ্ঠ সম্পাদকীয়তে কখনোই কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ বা এ ধরনের চেষ্টা থাকবে না