Media School

Dhaka    Thursday, 11 December 2025

By সজীব সরকার

সাংস্কৃতিক বুদ্ধিমত্তা কেন গুরুত্বপূর্ণ?

Media School August 21, 2025

সহজ কথায়, সাংস্কৃতিক বুদ্ধিমত্তা হলো নিজের চেয়ে আলাদা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারা বা খাপ খাইয়ে চলতে পারার সক্ষমতা। একে বুদ্ধিমত্তার পাশাপাশি একধরনের দক্ষতাও বলা যেতে পারে।

জার্নাল অব ইন্টেলিজেন্স-এ ২০২২ সালে প্রকাশিত 'কালচারাল ইন্টেলিজেন্স : হোয়াট ইজ ইট অ্যান্ড হাউ ক্যান ইট ইফেকটিভলি বি মেজারড?' শীর্ষক প্রবন্ধে সাংস্কৃতিক বুদ্ধিমত্তার নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, ৩টি কারণে সাংস্কৃতিক বুদ্ধিমত্তা জরুরি।

প্রথম ও প্রধান কারণ : সাংস্কৃতিক মিথষ্ক্রিয়া এখনকার সময়ে অপরিহার্য; আমরা চাই বা না চাই, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে আমাদের সবসময় মিথষ্ক্রিয়া করতে হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটের মানুষদের সঙ্গে আমাদের দেখা-সাক্ষাৎ হয়, কথা-বার্তা হয়। এ কারণে সাংস্কৃতিক বুদ্ধিমত্তা খুব দরকারি একটি বিষয়।

দ্বিতীয়ত : সাংস্কৃতিক বুদ্ধিমত্তার ফলে বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক যোগাযোগের মধ্য থেকে আমরা নিজেদের মধ্যে নতুন নতুন উপলব্ধির সুযোগ পাই। যেমন : কোনো একটি বিষয়ে দীর্ঘদিন ধরে যা স্বাভাবিক বলে জেনে এসেছি, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এ বিষয়ে নতুন অভিজ্ঞতা থেকে আমরা হয়তো দেখবো, আমাদের এ জানা বা চর্চার অনেক বিকল্পও রয়েছে। ধরা যাক, একজন পুরুষ নিজের সংস্কৃতিতে নারীদের অসম্মানের চোখে দেখাটাকেই স্বাভাবিক তথা চিরাচরিত রীতি হিসেবে জেনে বড় হয়েছেন। কিন্তু, ভিন্ন লোকাচারের মানুষদের সঙ্গে যোগাযোগ তথা মেলামেশার ফলে তিনি হয়তো বুঝতে পারবেন- নারীদের সঙ্গে পুরুষের আচরণ তার নিজের সংস্কৃতির চেয়ে ভিন্ন এমনকি ভালো কিছুও হতে পারে।

তৃতীয়ত : সাংস্কৃতিক বুদ্ধিমত্তা সহজাত কোনো বৈশিষ্ট্য নয়; অর্থাৎ, কেউই সাংস্কৃতিক বুদ্ধিমত্তা নিয়ে জন্মায় না। তবে, এটি শেখা যায়, শেখানো যায়। মানুষ নিজের পূর্ব-জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক বুদ্ধিমত্তার গুণটি রপ্ত করতে পারে। এ গুণ রপ্ত করার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে নিজের যোগাযোগের মান আরো উন্নত করতে পারে। এমনকি, এর মাধ্যমে ব্যক্তির মধ্যে আত্মসচেতনতা ও আত্মোপলব্ধি বাড়ারও সুযোগ তৈরি হয়।

অধিকতর পাঠ
Sternberg, R. J., Siriner, I., Oh, J., & Wong, C. H. (2022). Cultural Intelligence: What Is It and How Can It Effectively Be Measured? Journal of Intelligence, 10(3), 54. https://doi.org/10.3390/jintelligence10030054