Media School

Dhaka    Wednesday, 24 April 2024

By তানজিলা তিশা

হার মানবো না

Media School October 26, 2020

আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে কন্যাসন্তান। কিন্তু জন্মের পর থেকেই শুনছি, মেয়ে হচ্ছে বাবা-মায়ের ওপর বোঝা। ছেলেরাই সব, ছেলেরা বংশের প্রদীপ। ঠিক তেমনটাই আচরণ করতো আত্মীয়রা।

প্রতিভা ছিলো অনেক, কিন্তু নিজেকে প্রমাণ করার আগেই থামিয়ে দেয়া হতো আমি মেয়ে বলে। বলতো, আমি লাজুক, আমার দ্বারা কিছু করে দেখানো সম্ভব না। বাবা-মা খুব চেষ্টা করতেন যেন জীবনে কিছু করে দেখাতে পারি। কিন্তু আশ-পাশের মানুষেরা নানাভাবে তাদেরকে বোঝাতেন, যেন এসএসসির পর আমাকে বিয়ে দিয়ে দেয়, পড়াশোনা করে কোনো লাভ হবে না। এই কথাগুলোর প্রভাব আমার জীবনেও পড়ছিলো। তখন সিদ্ধান্ত নিলাম, চুপ করে থাকলে সবাই ফায়দা নেবে, তাই প্রতিবাদ করা শুরু করলাম। বললাম, আমি পড়াশোনা করবো, আমার নিজের জন্যে, আমার ভবিষ্যতের জন্যে। কঠোর পরিশ্রম করা শুরু করলাম। ভালো রেজাল্ট করায় বাবা-মার আত্মবিশ্বাস যেন আমার ওপর বেড়ে গেলো। তারাও আমাকে উৎসাহ দিতে শুরু করলো। আমি তখন আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পুনরায় ফিরে পাই। আর পেছন ফিরে তাকাইনি।

আমি সাংবাদিকতা বিষয়ে পড়েছি। মেয়েরা সাংবাদিকতা করবে - এটা সমাজ সহজে মেনে নিতে পারে না। সেই পেশা বাছাই করে নিয়েছি এবং আমার বাবা-মা আমার পাশে আছেন। আমার জীবনে তাদের অবদান অনেক বেশি। আমি একজন বড় সাংবাদিক হবো - এটাই জীবনের লক্ষ্য। যে মানুষগুলো তুচ্ছ-তাচ্ছিল্য করেছিলো, তারাই একদিন গৌরব বোধ করবে।

জানি, পথচলাটা এতোটা সহজ হবে না। অনেক বাধা আসবে। কিন্তু হার মানবো না, হারকে হার মানাবো।